পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'&&0 গল্প-গ্রন্থাবলী এম-এ পাস হইয়া, আশাবাবরে কৃপায় বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজয়েট বিভাগে অধ্যাপক निबद्दल ददेब्राप्छ । uहे नभन्न ठादाब्र ७कों कनाe छन्धशहण कृब्र-कमाप्लेि ७थमं ठिन বৎসরের। ভবানীপুরে, বশরোলয়ের অনতিদরে একটি ক্ষুদ্র বাড়ী ভাড়া লইয়া অবিনাশ সঙ্গীক বাস করিতেছে। ५aकर्गमन जान्था व्यञटणम्न न्व्र शिर्गब्रम्ना निछ करिक्र निम्ना छाविनाण प्लाकिङ, “७ बग्ने, শোন”-অবিনাশ তার স্মীকে এইরুপই সম্বোধন করিয়া থাকে; শনিয়া কেহ কেহ হাসে, কিন্তু অবিনাশ তাছা গ্রাহ্য করে না। “বউ, একটা কথা শুনে যাও।”— বউ তখন ঝির সাহায্যে রান্নাঘরে বসিয়া রুটি বেলিতেছিল—স্বামীর আহবানে উঠিয়া তাড়াতাড়ি হাত ধইরা ঘরে আসিল। দেখিল, স্বামী একখানি খবরের কাগজ নিবিল্টমনে পাঠ করিতেছেন। সল্লীর পদশব্দে অবিনাশ মাখ তুলিয়া বলিল, “ব্যস্ত ছিলে ?” “রটি বেলছিলাম।” “দেরী কত বউ ?” “কেন, ক্ষিদে পেয়েছে ? অাধ ঘণ্টার মধ্যেই সব তৈরী হয়ে যাবে।” “না, ক্ষিদে পায়নি। একটা বিশেষ কথা ছিল,—তা, সব সেরেই তুমি এস।” "কেন, কি হয়েছে, বল না।” “সে, একটা সময় লাগবে। তুমি কাজ সেরে এস. তার পর ধীরে সথে কথাবাত্তা হবে।” স্বামীর গাম্ভীষণ দেখিয়া সষমা ভীত হইযা বলিল, “হ্যাগা, কোনও মন্দ খবর নাকি ?” অবিনাশ ব্যস্তভাবে বলিল, “না না কোনও মন্দ খবর নয়—ভাল খবরই। যাও তুমি কাজ সেরে এস।” “আচ্ছা”—বলিয়া সষেমা চলিয়া গেল। অবিনাশ আবার সংবাদপত্রখানি উঠাইয়া লইয়া, নিম্পেনাধত বিজ্ঞাপনটি পাঠ করিতে লাগিল ৪— আনন্দ সংবাদ ! আনল সংবাদ । সাহিত্য-সেবাকাঙক্ষীব অপব্ব সংযোগ উপন্যাস কলেজ বৰ্ত্তমান সময়ে বঙ্গদেশে কথা-সাহিত্যের কিরুপ সমাদর তাহা অনেকেই বোধ হয় লক্ষ্য করিয়া থাকিবেন। এ যুগটা বিশেষ করিয়া গল্প ও উপন্যাসেরই যুগ বলিতে হইবে। ভাল গলপ ভাল উপন্যাসের জন্য প্রকাশকেরা, মাসিক সম্পাদকগণ হাহাকার কবিয়া বেড়াইতেছেন, অথচ তাঁহারাই প্রতিদিন, নবীন লেখক লেখিকাগণের রচিত শত শত গল্প ও উপন্যাস, অনুপযুক্ত বোধে প্রত্যাখ্যান করিতেছেন। ইহার একমাত্র কারণ, লেখক লেখিকাগণ কোন রপে ট্রেণিং (তামিল) না পাইয়াই লেখনী ধারণ করিয়া থাকেন। রীতিমত গরপদেশ ভিন্ন, কোনও কাষোই দক্ষতা লাভ করা যায় না। দেশের এই মহা অভাব দরে করিবার জন্য কয়েকজন বিখ্যাত লব্ধপ্রতিষ্ঠ কথা-সাহিত্যিক মিলিয়া এই “উপন্যাস কলেজ” পথাপন করিষাছেন। রীতিমত উপদেশ দিয়া, সাপ্তাহিক এক্সারসাইজ সংশোধন করিয়া শিক্ষাখি"গণকে কথাসাহিত্য-রচনার কৌশল শিক্ষা দেওয়া হইবে। কলেজে দুইটি বিভাগ আছে-ছাত্র বিভাগ ও ছাত্রী বিভাগ। সোম, বন্ধ ও শক্লেবারে ছাত্র বিভাগে এবং মঙ্গল, বহুপতি ও শনিবারে ছাত্রী বিভাগে লেকচারাদি হইবার বন্দোবস্ত