পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sé之 鹦 গল্প-গ্রন্থাবলী করে নেবো এখন, তার জন্যে ভাবনা কি ? না হয় দিনকতক একটা টানাটানি করেই কাটানো যাবে। তার পর যখন তোমার এক একখানি উপন্যাস.বেরবে, তখন টাকা ৰে হাড় হাড় করে আসতে আরম্ভ হবে বউ ” “তা কি কিছু বলা যায় ? এতদিন কবিতা লিখেছি—গল্প উপন্যাস লিখতে কখনও ত চেষ্টা করিনি ! চেষ্টা করলেই যে সফল হব এমন কি কথা আছে ?” - আসল কথা কি জান ? প্রতিভাই হল আসল জিনিষ। সে প্রতিভা তোমার যথেস্ট রয়েছে—সেটা তুমি কাবোই খাটাও আর উপন্যাসেই খাটাও—তোমার হাত থেকে উ‘চন্দরের বচনা বেরতে বাধ্য ষে।” “প্রতিভা-ট্ৰতিভা আমার কিছই নেই। ও সব আমি, পারবো না—এ নিয়ে আমায় পীড়াপীড়ি কোর না গো তোমার দটি পায়ে পড়ি। —বলিযা সক্ষমা মুখ ভার করিয়া বসিয়া রহিল। অবিনাশ অন্য দিকে চাহিয়া বসিয়া রহিল। খানিক পরে একটা দীঘনিশ্বাস ফেলিল। সষম আড়চোখে স্বামীর পানে চাহিল, একটু অনুতাপের সবরে বলিল, “অমনি রাগ হল পরিষের " সল্লীর দিকে না চাহিয়া অবিনাশ বলিল, “রাগ নয় বউ, দুঃখ ।” স্বামীর হাত ধরিয়া সষমা বলিল, “কেন কিসের দুঃখ তোমার ; সবাইকের সন্ত্রী কি আর অনরপো নিরুপমা হতে পারে ?” শি বলিল, “না না, আমার দুঃখের কাবণ তা নয়। আমার দুঃখের কারণ, মোহভঙ্গ ।” “কেন, কি মোহ তোমার ভংগ হল শনি প" অবিনাশ আব একটি দীঘনিশ্বাস ফেলিযা বলিল, “দেখ, এতদিন আমার ধারণা ছিল যে আমাদের দুজনেব প্রেম, অদশ দাম্পত্য-প্রেম। এখন দেখছি আমার সে ধারণাটা একটা মোহ-একটা ভুল ছাড়া আব কিছ নয়।” সষমা ক্ষণস্বরে বলিল, কেন ভুল কিসে ৮ BBBB BBBS BBB BBBBS BBB BB BBBS BBBBBS BBBBB BBB পরস্পবের গায়ে ঢলে পড়াই কি দাম্পত্য-প্রেম ? বঙ্কিমবাব কি বলেছেন মনে নেই ? সমহাদয়তা, একাভিসন্ধিতা—সেইটেই হল আসল দাপত্য-প্রেম। নইলে, আমি বলবো যাব দক্ষিণে, তুমি বলবে যাবে উত্তবে—এ রকম হলে অাদশ দাম্পত্য-প্রেম হয় না।” স্বামীর বেদন-জড়িত কন্ঠস্বর শুনিয়া সষমার চক্ষু ছলছল করিয়া আসিল । সস্নেহে তাহার হাতটি ধরিযা বলিল তুমি দুঃখ কোরো না—আমি তোমার অবাধ্য হব না। তুমি যা বলবে আমি তাই করবো।” তখন আবার দুইজনে ভাব হইয়া গেল। বিজ্ঞাপনটি আবার পঠিত হইল। কত কথাব আলোচনা হইল। সৰমা সেই বিজ্ঞ পনের উপবিভাগের মাদ্রিত পঞ্চতল আটালিকা দেখিযা বলিল “উঃ বাড়ীটা ত মস্ত “ অবিনাশ বলিল, তা হবে না ? এত বড় একটা ব্যাপার-কত ছাত্র ছাত্রী ভক্তি হবে তার কি হিসেব আছে ?” গাঁচ ভত্তি হইবার পবে, উভয়ে একদিন গিয়া কলেজটি দেখিয়া আসিবার পরামর্শ ছিল, সেই পরামর্শ আজ কাযে পরিণত হইবে । আজ বিকালের ঘণ্টায় অবিনাশের ক্লাস ছিল না; বেলা দুইটার সময় সে বাড়ী আসিয়াছে। চারিটা বাজিলেই, পত্রীকে প্রস্তুত হইবাব জন্য সে তাগাদ দিতে লাগিল।