পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/২৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাপকণী বেটী, २०e হাসিতে বলিলেন, “কি গো ? হাওয়া কোন দিক থেকে বইছে, কিছু বলতে পারছ ?” जाहिंफ़ौ नाटश्व फेखग्न कब्रिट्जन, “किङ्द ना। मे रघाष zशकद्रा कि अकभ छालान्न ? পরো নাম কি ?” - “সবীর কাছে শুনেছি, তার নাম সরোজনাথ—সে বিলেতফেরৎ ডাক্তার।” “ज्रा अनिनि।” অপেক্ষণ পরে সুষমা ফিরিয়া আসিয়া ইহাদের নিকট বসিল। খাওয়ায়, জিনিষ দেয়, তুই ওদের নেমন্তন করিস না কেন ?" 鶴 “করবো জোঠামশায় ?” - “করা উচিত নয় কি ? তুমি কি বল গো ?”—বলিয়া তিনি পত্নীর পানে চাহিলেন । গহিণী বলিল, “নিশ্চয়ই উচিত।” সিথর হইল, আগামী রবিবারে, ললিতাদের ভাই বোনকে সৃষমা নিমন্ত্ৰণ করিবে— দিনের বেলায়। • Фth; নিমন্ত্রণ আমন্ত্রণ চলিতে লাগিল। ই-হারা দেখিলেন, সরোজ ছেলেটি ভাল। তার বাপ-মা জীবিত নাই। ঐ বোন ললিতা, আর, একটি ছোট ভাইও আছে। লাহিড়ী সাহেব খবর লইয়া জানিলেন, সরোজ যদিও তিন চারি বৎসর মাত্র বিলাত হইতে ফিরিয়াছে, তথাপি ইহারই মধ্যে বেশ পশার করিয়া লইয়াছে। ক্ৰমে ইহাও লক্ষ্য করিলেন, সরোজের পক্ষে সষেমা একটা অাকর্ষণের বস্তু। - § মাস দুই পরে একদিন সরোজ আসিয়া লাহিড়ী গহিণীর নিকট বলিল, “আপনারা fক সষমার আর বিয়ে দেবেন না ?” গহিণী বলিলেন, “দেবারই ত ইচ্ছে। ওর বাবা এই জন্যেই ত ওকে আমাদের হাতে দিয়ে গেছেন। নইলে ওর মামারা অবস্থাপন্ন লোক –সেইখানেই ত ওর থাকবার কথা। কিন্তু তাঁরা আবার গেড়িা হিন্দ কিনা ! এ কথা তুমি কেন জিজ্ঞাসা করছ, ' সরোজ ? তোমার সন্ধানে কি কোনও ভাল পাত্র অাছে ?” সরোজ বলিল, “পাত্র একটি আছে—তবে ভাল কি মন্দ সেটা অবশ্য আপনাদেরই বিচাৰ্য্য।” “কে বল দেখি ?" সরোজ একটা সলজ হাসি হাসিয়া বলিল, “আমাকে কি আপনি সষমার যোগ্য পাত্র মনে করবেন ?” @ গহিণী, খুব বিস্মিত হইয়াছেন এইরুপ ভাণ করিয়া বলিয়া উঠিলেন, “তুমি ? তুমি সষীকে বিয়ে করবে ? সে ত তার পরম সৌভাগ্য! কিন্তু সর্ষীর মুন কি তুমি বঝেছ ?” "না, সে চেষ্টাই আমি এখনও করিনি মিসেস লাহিড়ী। আপনাদের অনুমতি না পেলে—” গহিণী বলিলেন, “সে ত ঠিক। তুমি যেমন ভদ্র ছেলে, তার উপযুক্ত কাজই করেছ। আচ্ছা, উনি বাড়ী আসন, ওঁকে জিজ্ঞাসা করি। উনি যে রকম বলেন, তোমার জানাবো ॥গ g