পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/২৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জামাতা বাবাজী abra হরেনের ইসারায় আমি তাহাকে টানিয়া লইয়া ভিতরে ঢুকিয়া পড়িলাম। * পণকে লইতে দই তিনজন কনেস্টবল বজরায় আসিল। কোনও আসামী না দেখিয়া, শধ হরেনকে সেখানে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া, তাহারা বোধ হয় স্থির করিল, অন্য কনে্টবলরা তাহাকে পলিসবোটে পথানান্তরিত করিয়া থাকিবে। হরেন কহিল, “সব আসামী ঠিক হ্যায় ব্লগ উত্তর হইল, “হাঁ হজর, সবকোইকো শিকলি চড়ায় ।” “গিনো, কয়ঠো হয়ো ?” তাহারা গণনা করিয়া বলিল, “আঠ আসামী হজের।” . আন-ন হল আনি আ আ ম স আল দত গল ! * ডাকাইতগণের ছিপ দইখানিকে পশ্চাতে রক্তজবদ্ধ করিয়া, পলিসের পালসী, দইখানি খুলিয়া দিল। আমাদের বজরার মাঝি-মাল্লারা বোধ হয় দরে দরে অন্ধকারে জলে ভাসিতে ভাসিতে সকল ব্যাপার প্রত্যক্ষ করিতেছিল। ভিজা বিড়ালের মত একে একে তাহারা আসিয়া বজরায় উঠিতে লাগিল। হরেন ভিতরে আসিয়া স্বহস্তে পর্ণর হাতের বাঁধন খলিতে খুলিতে বলিল, “কেমন হে ছোকরা, বদেশী করবার সখ মিটেছে ত এখন?” আমি বলিলাম, "আর মড়ার উপর খড়িার ঘা কেন ?” হরেন আমার পানে চাহিয়া চোখ টিপিয়া বলিল, “এখনি খাঁড়ার ঘা হয়েছে কি ? আপনার জামাই বলে যে ছেড়ে কথা কইব, তা ভাববেন না। আমরা পলিসের লোক, বাগে পেলে নিজের বাপকেও রেয়াৎ করিনে। থানায় নিয়ে গিয়ে প্রথম ত উত্তম-মধাম প্রহার। তার পর হাতে হাতকড়ি দিয়ে চালান দেবো—সাতটি বছর শ্ৰীঘর ।” মিনতির স্বরে বলিলাম, "ছেলেমানষে, না বঝে একটা কাজ করে ফেলেছে, এবার ওকে মাপ করন—ছেড়ে দিন। আর কখখনো এমন কাজ ও করবে না।” "ছেড়ে দেবো ?—ছেড়ে দিলেই ত আবার গিয়ে ঐ সব দলে মিশবে । এবার ডাকাতি করেছে—এর পরে বোমা ফেলবে—মানষে খন করবে।” বলিলাম, “ন না, তা আর ও করবে না।” হরেন বলিল, “কি হে ছোকরা-ছেড়ে দিলে আবার এই সব করবে ত ?” পণে মাথা নাড়িয়া জানাইল, আর করিবে না। 龜 হরেন বলিল, “শনলাম, ইনি তোমার বশর। আচ্ছা, এর পায়ে হাত দিয়ে দিব্যি করতে পার ?” ' - পণে ঝ:কিয়া আমার পদপশ করিয়া হরেনবাবরে দিকে তাকাইয়া রহিল। হরেন বলিল, “বল, সবদেশী দলে আর আমি কখনো মিশবো না।” পণ শপথ করিল। “বল, আবার কলেজে ভত্তি হয়ে মন দিয়ে পড়াশুনো করবো।” সে শপথও পণ করিল। আমি তখন পণের পানে চাহিয়া বলিলাম, “বাবাজী, উনি তোমার মামাশবশরে হন, —তোমার শাশড়ী-ঠাকরণের সহোদর ভাই। ওঁকে প্রগাম করে ওঁর পা ছয়েও ঐ রকম দিব্যি কর।” - পণে তাহাই করিল। * - পণের পানে চাহিয়া হাসিতে হাসিতে হরেন বলিল, “সঙ্গে ত দুটো, পিস্তল ছিল, कि उर्जागा थदन कब्रनि काफ़ेरक ।”