পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/৩২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●> チ গল্প-গ্রন্থাবলী গহিণী। ছেলে নয় ? ও যে আমায় মা বলেছে। ডাক্তার। স্বপন দেখেছ ? গহিণী। স্বপন দেখবো কেন ? তখন কাঁদছিল, ঠিক যেন শব্দ শুনলাম—ও মা ! ও মা ! নয় রে সোণার মা ? সোণার মা ! হি’ বাবা। আমি পল্ট শনলাম ও মা ! ও মা ! বলে ছেলে কানতে নেগেছে । ডাক্তার। পাগল নাকি ? কাঁচ ছেলে ওয়া ওয়া করে কে’দেছে, তুমি শনেছ ও মা ! 《G IT গহিণী। সে যাই হোক, আমি কিন্তু ওকে দিচ্ছিনে—ওর মা-ই আসক, আর ওর বাবা-ই আসকে। ডাক্তার। ওর মা বাবা ছেলে দাবী করতে আসবে, সে সম্পভাবনা কম। ছেলের তাদের দরকার থাকলে এখানে এসে ফেলে যাবে কেন ? হ্যাঁ, ভাল কথা। ছেলেকে দধে দেবার জন্যে একজন ধাই খোঁজার কথা হচ্ছিল ত ? তা ভাগ্যক্রমে একজন পেয়ে গেছি। গহিণী। ধাই কোথায় পেলে ? কমাসের ছেলে তার ? দুধ আছে ত ? ডাক্তার। ছেলে নয়, মেয়ে। প্রসবের ঘণ্টাখানেক পরেই মরে গেছে। সাত মাসে না আট মাসে হয়েছিল, সে কি আর বাঁচে ? গহিণী। তোমাদের হাসপাতালেই ? ডাক্তার। না, এসব হয়েছিল বাইরেই। মেয়ে মরে যাওয়ার পর, প্রসতির অবস্থা দেখে, কাল বিকেলে তাকে হাসপাতালে দিয়ে গেছে । গহিণী। হ্যাগা, এ ছেলে ত সাত মাসে হয়নি ? এ ত বাঁচবে ? ডাক্তার। দেখে বোধ হয় এ পরে। দশ মাসে প্রসব হওয়া ছেলে। গহিণী। তা হলে এ বাঁচতে পারে, কি বল ? আচ্ছা, হাসপাতালের সে মাগী হিন্দ না মসলমান ? ডাক্তার। হিন্দ। ঐ যে মোড়ে লাল রঙের গিজে, তার পাদ্রী সাহেবকে জান ত ? তাঁর মেমকেও জান । সেই যে গত বছর লাট সাহেবের গাডেন পাটিতে আমাদের সঙ্গে আলাপ হয়েছিল। মনে পড়ছে না ? গহিণী। হ্যাঁ হ্যাঁ, খবে মনে আছে। মেমসাহেব তার পর একদিন আমাদের বাড়ীতে এসেছিলেন। আমরা দু’জনেও ত তাঁদের বাড়ী চায়ের নেমন্তন্নে গিয়েছিলাম। তা, কি হয়েছে ? ডাক্তার। ছড়ী সেই মেমসাহেবের আয়ার মেয়ে কিনা। পাদ্রী সাহেবের চিঠি নিয়েই ওর মা এসে ছড়ীকে হাসপাতালে ভত্তি করে দিয়ে গেছে। গহিণী। ছড়ীর বয়স কত ? ডাক্তার। ১৭/১৮ হবে। প্রথম পোয়াতি বোধ হয়। গহিণী। ছড়ী ভাল হবে, তবে ত আসবে। কেমন আছে ? কত দিন লাগবে ? ডাক্তার। আজ সকালে ত তাকে ভালই দেখে এসেছি। ওষুধ দিয়ে এসেছি। চারপাঁচদিনে সেরে উঠবে বোধ হয়। গহণী। চার-পাঁচ-দিন : অত দিন কেবল হলিক খেয়ে খোকা বাঁচবে ? ইতিমধ্যেই গহিণী শিশরে খোকা নাম দিয়াছেন শনিয়া ডাক্তার সাহেব হাসিলেন । বলিলেন, “কাজেই ।” গহিণী। তুমি ত মনে মনেই কালনেমির লঙ্কা ভাগ করছ! ভাল হয়ে ছড়ী বা उानि भा शमि ना झाञ्जौ झंझ ? । - ডাক্তার। মনে মনে লঙ্কা ভাগ আমি করিনি। ছড়ীর মা'র সঙ্গে কথা আমার