পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8げ গল্প-গ্রন্থাবলী uको ब्राछकौब्र बालाद्भन्न छना ठाँशब्र भनछै। आज अधनम्ष छिन । কথায় কথার কথা বাড়িয়াই চলিল। অবশেষে রাণী বলিলেন, “আপনি উপস্থিত ছিলেন না—তাই আপনার হুকুম লইতে পারি নাই। রমণীর পিত্রালয় গমন এতই কি অপরাথের *ৈ মহারাজ বলিলেন, “প্রজা সাধারণের রমণীগণের পক্ষে অপরাধ নহে বটে; রাজপরিবারে উহা নিয়মবিরখে। তুমি ত রামায়ণ পড়িয়াছ; সীতাদেবী বিবাহের পর সেই যে অযোধ্যায় আসিয়াছিলেন; আর কি কোনও দিন তিনি মিথিলায় গমন করিয়াছিলেন ? মহাভারত পড়িয়াছ, দ্রৌপদী দেবী, বিবাহের পর কোনও দিন আবার পাশ্চালনগরে পিতৃদর্শনে বাইতেছেন-এ বর্ণনা কোথায় আছে ? তব ত তাঁহাদের পিতা রাজ্যেশ্বর। আর, তোমার পিতা ? যদি আমার অনুমতি লইয়া যাইতে সে স্বতন্ত্র কথা ছিল; তুমি বৈরিণীর ন্যায় চলিয়া গিয়াছিলেf” রাণী বলিলেন, “কেন, মহারাজ, আমাকে এরপে কটবাক্য সকল বলিতেছেন ? আপনার অনুমতি লইবার উপায় ছিল না; তাই আমি পৰ্টুমহাদেবীর অনুমতি লইয়া शमन कृब्रिझाझिलाञ ।” মহারাজ বলিলেন, “মহাদেবীর অনুমতি লইয়া গিয়াছিলে; কিন্তু এ বিষয়ে অনুমতি দিবার তিনি কে ?” অশ্বালিকা বলিলেন, “ওটা আমারই ভুল হইয়াছে, মহারাজ। বিগত-যৌবনা মহাদেবীর অনুমতি না লইয়া, নতন রাণী হৈমবতীর নিকট অনুমতি লইয়া গেলেই বোধ হয় মহারাজের ক্লোধানি হইতে পরিত্রাণ পাইতাম।” মহারাজ মুখ বিকৃত করিয়া বলিলেন, “ঈষাটি ত দেখিতেছি, ষোল অনাই আছে! তোমার পিতার সঙ্কটাপন্ন পীড়াই যদি হইয়াছিল, তবে পালকী পাঠাইয়া সেই ভিক্ষকটাকে এখানে আনাইয়া লইলেই পারিতে। এখানে রাজবৈদ্যগণ সেটার চিকিৎসা করিত, ঔষধপথ্যাদির ব্যয়টাও তার বাঁচিয়া যাইত।” এই কথা শুনিবামার, রাণী ক্ৰোধে জ্ঞানহারা হইলেন। সহসা বলিয়া ফেলিলেন, “সকলেরই ত রুপবতী পিসি ও ভগিনী থাকে না মহারাজ, থাকিলে, আপনার ন্যায়, আমার পিতাও হয়ত তাহাদের মুসলমানকে দিয়া, সম্পত্তিশালী ও গণ্যমন্য হইতে পারিতেন।” কথাটা বলিয়া ফেলিয়াই রাণী মহাশঙ্কিত হইয়া পড়িলেন। ভাবিলেন, হায় হায়, কি করিলাম !-রাণা প্রতাপসিংহ একবার ইহাকে ঐ বিষয়ে উপহাস করিয়াছিলেন, তাহাতে মহারাজ নিজেকে কিরপে অপমানিত জ্ঞান করিয়াছিলেন, তাহা রাণী জানিতেন। বাসতবিক, অম্বালিকার আশঙ্কা যে অমলেক নহে, তাহা তৎক্ষণাৎ প্রমাণিত হইল। কথাগুলি শনিবামার মানসিংহের চক্ষুবীয় ক্ৰোধে রক্তবণ ধারণ করিল। তিনি কাঁপিতে কাঁপিতে উঠিয়া দাঁড়াইয়া, গজন করিয়া বলিলেন, “পাপীয়সী! তুই আমায় অপমান করিলি ? এত সাহস তোর ? যা, আমার অন্তঃপর হইতে তুই দরে হইয়া যা। আর ইহজীবনে আমি তোর মাখদশন করিব না। তোকে, সাতদিন মাত্র সময় দিলাম। এই সাতদিনের ভিতর, তুই তোর পিতাকে আনাইয়া, তাহার সহিত চলিয়া যাইবি—ইহাই তোর প্রতি আমার শেষ ও অপরিবত্তনীয় দণ্ডাদেশ ”—বলিয়া, মহারাজ, কম্পিতপদে রাণী অম্বালিকার মহাল পরিত্যাগ কবিয়া গেলেন। u ভূতীয় পরিচ্ছেদ । ब्राञ्जौ अथ्र्यालिका, अनाशल्न, उर्पानष्ठाग्न माब्रा ब्राछि काँमझा काप्नेहेटजन । नग्नभिन उनि विश्य 2*धनङि ब्रिघ्ना, चक्रभा छाड्ब्रिा, बङ्ानांखङ्ग निक ॰कथानि श्रद्य लिधिष्णन ।। *द्भि