পাতা:গীতাঞ্জলি - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
গীতাঞ্জলি
১৫৯

১৪০

যা দিয়েছ আমায় এ প্রাণ ভরি
খেদ রবেনা এখন যদি মরি।
রজনীদিন কত দুঃখে সুখে
কত যে সুর বেজেছে এই বুকে,
কত বেশে আমার ঘরে ঢুকে
কতরূপে নিয়েছ মন হরি’
খেদ রবেনা এখন যদি মরি॥

জানি তােমায় নিইনি প্রাণে বরি,
পাইনি আমার সকল পূর্ণ করি।
যা পেয়েছি ভাগ্য বলে মানি,
দিয়েছ ত তব পরশখানি,
আছ তুমি এই জানা ত জানি-
যাব ধরি সেই ভরসার তরী।
খেদ রবেনা এখন যদি মরি॥

১৬ শাবণ ১৩১৭