পাতা:গীতালি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৩৮


শেষ নাহি যে
শেষ কথা কে বলবে।
আঘাত হয়ে দেখা দিল,
আগুন হয়ে জ্বলবে।
সাঙ্গ হলে মেঘের পালা
শুরু হবে বৃষ্টি ঢালা,
বরফ জমা সারা হলে
নদী হয়ে গলবে॥


ফুরায় যা, তা
ফুরায় শুধু চোখে—
অন্ধকারের পেরিয়ে দুয়ার
যায় চলে আলোকে।
পুরাতনের হৃদয় টুটে
আপ্‌নি নূতন উঠবে ফুটে,
জাবনে ফুল ফোটা হলে
মরণে ফল ফলবে॥

২৮ ভাদ্র [১৩২১]

অপরাহ্ন

সুরুল

৪৬