পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/৩০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৯২ প্রভূব প্রাণরক্ষা করিলেন। আলেকসাওরকে" স্বেচ্ছাপূর্বক এতদৃশ আপদ স্বীকার করিতে দেখিয়। তাহার সেনাগণ অধিক সাহসান্বিত হইয়। বহুপ্রকার বীরত্বের চিহ্ন প্রকাশ করিতে লাগিল ; অতএব পাশাঁর “ মাসিডনীয়দের • আক্রমণ পূনঃ প্রতিযোগ করিতে ন পারিয়া পরাস্ত হইয়া পরাসুখ হইল। আলেকসাগুর - বিস্তর দূব পয্যন্ত তাহদের পশ্চাৎ গমন না করিয়া হঠাৎ, ফিরিয়া আসিয়া তৎক্ষণে পদাতিকদিগকে আক্রমণ করিলেন । এই যুদ্ধ বড় দারুণ বা ৰহুকাল স্থায়ী হয় নাই, কারণ মাসিডনীয়দেব - বাছাকৃত সৈন্যদল নদীপাব হইয ধাবানুসারে পাশাঁদের * প্রতিকূলে আসিতে লাগিল, ইহা দর্শন পাশাবা * ভীত হইয়। তৎক্ষণাৎ পলায়ন করিল, কেৰল ডেরাইয়ের * ৰেতনভোগি গ্রীক পদাতিকেরাই পলায়ন কৰে নাই ; ইহার একটা পৰ্ব্বতের উপর উঠিয়া আলেকসাগুবের*নিকট এইরূপ কহিয়া পাঠাইল, যে আমরা ক্ষান্ত হইলাম, অতএব অামাদিগকে কোন ব্যামোহ না দিয়া স্বদেশে প্রস্থান কৰিতে দেও। কিন্তু আলেকসাৎর • বিবেচনা বহির্ভূত হইয়া ক্ৰোধৰশে ভয়ঙ্কর রূপে তাহীদের মধ্যে প্রবেশ করিলে এক ব্যক্তি থভুদ্বার। র্তাহার বাহক অশ্ব হত করিল, এইস্থানে কিয় কাল পর্যন্ত এমত দারুণ যুদ্ধ হইয়াছিল ○エ পূৰ্ব্বে কএক বারে যত মাসিডনীয় লোক হত হয় তদপেক্ষয় এই ৰার অধিক নষ্ট হইল ; কারণ ডেরাইয়ের * বেতনভোগী ঐ গ্রীকেরা যুদ্ধ ধারায় সুশিক্ষিত বিশেষজ্ঞ আত্মরক্ষায় নিরাশ হইয়া দুৰ্জ্জয় সাহস পৰ্ব্বক যুদ্ধ করিয়াছিল ; কিন্তু শেষে তাহারা ভাবতেই হত হইল, কেবল দুইশত সৈন্য যুদ্ধে বদ্ধ হয়।