পাতা:চারু ও হারু-প্রথম ভাগ.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-5ांक ७ दीै ক্ষপ্তি। কেহ ফাকি দিয়া ছুটি লইয়া গিয়া লাটাই কিনিয়া ঘুড়ি উড়ায়, কেহ খেলিয়৷ বেড়ায়, কেহ বা বাড়ীতে গিয়া ঘুমায়। i এই সব ছেলেরা নিজেরাই কাকিতে পড়িতেছে ; পরীক্ষার সময় শূন্ত পাইবে। হারু প্রত্যহ পাঠশালায় আসিয়া সেই কোণটিতে বসিয়া পড়ে। পণ্ডিত মহাশয় জিজ্ঞাসা করিলেন,— “হারু, তুমি তো ছুটি লইলে না।” মাথাটি নীচু করিয়া, হারু বলিল,—*এখানে যে আপনারা আছেন যখন যেটুকু বুঝিতে না পারি, জিজ্ঞাসা করিয়া লই। বাড়ীতে কি এমন পড়া হইবে।” শুনিয়া পণ্ডিতমহাশয় বড়ই সন্তুষ্ট হইলেন। নিজে কাছে কাছে থাকিয়া ষখন যেটুকু হারুর দরকার তখনই সেটুকু তাহাকে বুঝাইয়া দেন। এইরূপে হারুর সকল পড়া বেশ সুন্দররাপে १छग्नांब्र झट्टेल । তাহার পর, ক্রমে— পরীক্ষার দিন আসিল। ჯ, თ —ছেলেদের উপস্কাস=