পাতা:চিকিৎসাসার.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏ e এই দুই দ্রব্যকে অৰ্দ্ধ ঘণ্টা পৰ্য্যন্ত অৰ্দ্ধ সের গরম জলেতে ভিজাইয়া রাখিবে, পরে সেই জলকে ছাকিয়া লইয়া রাত্রে শুইবার পূৰ্ব্বে খাইবে।”ইহাতে কোষ্ঠ পরিষ্কার হইবে। দুই২ দিবস অন্তর ঐ জোলাপ প্রায় পাচ কিম্বা সাত বার খাওয়াইবে, ইহাতে আরাম হইবে। প্লীহা রোগ । চিহ্ন । জ্বর সর্বদা হয়, কিম্বা কখন ২ হয়; ক্ষুধা হয় না ; জিহ্বা শুক্লবৰ্ণ হয়, কখন বা হলুদ বর্ণ হয় ; প্লীহা ফুলিয়া উঠে। বাম দিগের পাজরের নীচে প্লীহা সৰ্ব্বদা থাকে ; হস্তের দ্বারা টিপিবার সময়ে ঐ বস্তু গোলাকার এবং শক্ত বোধ হয় । সময়ানুসারে রোগের দ্বারা কখন ২ সে বড় হয় । কারণ । নীচস্থ এবং ভিজা স্থানেতে বাস করিলে, আর বিলের এবং খালের নিকটে, অর্থাৎ যে স্থানে অনেক পচা জল থাকে, সে স্থানে পুীহা অনেক হয়। আর যে২ স্থানে পালা জ্বরের উৎপত্তি হয়, সেই ২ স্থানে প্লীহারও উৎপত্তি হয়। হিন্দু স্থানের দক্ষিণ