পাতা:চিকিৎসাসার.djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ৩ ২ হইবে। যদি স্যাৎ ঐ পাগল ব্যক্তি কোন বিষয়ের নিমিত্তে মনোমধ্যে দুঃখিত হইয়া থাকে, তবে তাহাকে কোন প্রকারে সন্তুষ্ট করিতে চইবে, ও তাহাকে প্রহার করা কিম্বা দুঃখ দেওয়া কিম্বা বন্ধন করিয়া রাখা উচিত নহে। তাহার মনের ভাব না বুঝিয়া তাহাকে দুঃখ দিলে আরাম হইতে পারবে না । উপায় । উক্ত বিষয়ের নানা প্রকার উপায় আছে । ঐ মনুষ্য যদি স্যাৎ মোট হয়, আর শরীর গরম থাকে, এবং রক্ত শীঘ্ৰ চলে, তবে কপালের অধোভাগে অথবা চক্ষু এবং কর্ণ এই দুইয়ের মধ্য স্থানে, অর্থাৎ স্তনমুদ্রার প্রস্থান নাড়ীতে রক্ত মোক্ষণ করিবে, এবং জোলাপ খাওয়াইয়া পেট উত্তম ৰূপে পরিষ্কার করিবে । পরে নীচে লিখিত ঔষধ দিবে। পারাচুর্ণ . . . . . . . . . . ৬ রতি আফিম • • • • • • • • • ৪ মাষা এই দুই দ্রব্য একত্র মিশ্ৰিত করিয়া দিবসের মধ্যে তিন সন্ধ্যায় তিন বার খাওয়াইবে, আর অপ আহার করাইবে । অন্য প্রকার উপায় । প্রথমে জোলাপ দিবে, পরে গাজার গুলি প্রস্তুত