পাতা:চিকিৎসাসার.djvu/১৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X-e Q সুস্থ হওন পৰ্য্যন্ত প্রত্যহ দেড় মাষা খাওয়াইবে, তবে আরাম হইবে। - জলে ডুবিয়া মরিবার বিবরণ। কেহ যদি জলে ডুবে, তবে এক কিম্বা দুই ঘণ্টার মধ্যে তাহাকে উঠাইলে সে বাচিতে পারে, ফলতঃ তাঙ্কণর নিমিত্তে নীচের লিখিত নানা প্রকার উপায় করিতে হইবে। প্রথমে তাহার শরীর পুঁছিয়া দিয়া তাহাকে উষ্ণ স্থানেতে রাখিবে, ও এক ব্যক্তি তাহার হস্ত পদাদি মদন করিয়া দিবে ; পরে তাহার অণমাশয় ও ফুসফুসের উপরে অথবা বক্ষঃস্থলে অম্প টিপিয়া দিবে, যেন মুখের দ্বারায় পেটহইতে জল বাক্তির হয়। ঐ জল বাহির হইলে পরে তাহার মুখেতে মুখ দিয়া ফু দিবে, ইঙ্গ করিলে ফুসফুসেতে নিঃশ্বাস * ভৰ্ত্তি হইবে। পরে বক্ষঃস্থলেতে হস্ত দিয়া অলপ টিপিয়া দিবে, ইহা করিবাতে নিঃশ্বাস দ্বারায় ঐ পবন অলপ ২ হইয়া বাহির হইবে, এই জন্য ঐ প্রকারে ফু দিলে এবং টিপিলে ঐ পবন মনুষ্যের নিঃশ্বাসের ন্যায় হইয়া সহজে বাহির হইবে। নিঃশ্বাস ঐ প্রকারে চলাচল হইবার জন্য উক্ত ছুই বিষয় দুই ঘণ্টা পৰ্য্যন্ত অতি শীঘ্র ২ করিতে হইবে। আর বমি করাইবার নিমিত্তে সেই ব্যক্তির মুখ N 3