পাতা:চিকিৎসাসার.djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉への豪 সপাঘাতের বিষয় । সপাদি কামড়াইলে অতি শীঘ্ৰ সেই ক্ষতের উপরে মুখ দিয়া তাহার বিষ চুষিয়া লইয়া বাহির করিয়া ফেলিলে সে ব্যক্তি ভাল হইতে পারে। আর হস্তেতে কিম্বা পায়েতে আঘাত করিলে ঐ ঘায়ের উপরি ভাগে চারি ২ অঙ্গুলি তফাতেতে দড়ি দিয়া এক ২ বন্ধন দিবে ; যেন ঐ বিষ উপরে উঠিতে না পারে ; পরে উক্ত অনুসারে চুষিয়া লইবে । তাকণর এক ঘণ্টা পরে পরখ করিয়া দেখিবে, বিষ যদি স্যাৎ না থাকে, তবে প্রথমে একটী বন্ধন খুলিয়া দিবে, তাহার অৰ্দ্ধ ঘণ্টা পরে পুনর্বার পরখ করিবে। এই প্রকারে ক্রমে ২ সকল বন্ধুন খুলিয়া দিবে। e ঔষধের উপায়। নিশাদল • • • • • • • • • • ০০ অরন্ধন কলিচু . . . . • • • • 99 এই দুই দ্রব্যকে সমান ওজনে লইয়া একত্র চুর্ণ করিবে; পরে তাহার চারি ভাগের এক ভাগ ওজনে বিট লবণ লইবে; পরে সকলকে একত্র মিশিত করিয়। ঐ ঘায়েতে অতি শীঘ্ৰ লাগাইবে, এবং উক্ত অনুসারে বান্ধিবে । আর যদি স্যাৎ বান্ধিবার কোন সুযোগ না থাকে, তবে এ ঔষধ মালিস করিবে ।