পাতা:চিকিৎসাসার.djvu/১৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

%8e অন্য উপায় । ঐ বিষ যদি স্যাৎ শরীরে চরিয়া যায়, তবে নিমুলিখিত উপায় করিবে । নিশাদল • • • • • • • • ২।০ তোলা অরন্ধন কলিচুণ • • • • • • ২॥৩ ঐ বিট লবণ . . . . . . . . ২৷৩ ঐ এই তিন দ্রব্যকে একত্র চুর্ণ করিয়া আন্দাজ তিন ছটাক জল তাহাতে মিশাইয়া ঐ ঘায়েতে লাগাইবে, আর দুই ২ ঘণ্টা অন্তরে ঐ জল এক ২ তোলা ওজনে খাওয়াইবে। ঐ বিষ যদি স্যাৎ অত্যন্ত প্রবল হইয় উঠে, তবে উক্ত ঔষধ অধিক ওজনে খাওয়াইবে। আর রোগি লোক অধিক চলিবে, এবং দেীড়িয়া বেড়াইবে, শয্যাগত হইবে না। পোড়াঘায়ের বিবরণ। শরীরের কোন স্থানে অগ্নি লাগিয়া পুড়িয়া গেলে অতি শীঘ্ৰ পোড়া স্থান বাহুল্যৰূপে পরিষ্কার শুষ্ক তুলা দিয়া জড়াইবে, এবং বাতাস যেন ঘারে না লাগে, এই নিমিত্তে কাপড় দিয়া বাধিবে । এবং সেই ভুল যাবৎ অনায়াসে খুলিতে পারা যায় না, তাবৎ তাহাকে খুলিবে না, তথাপি যাহাতে পারস্কার থাকে, এমত চেষ্টা করিয়া কখন ২ নুতন