পাতা:চিকিৎসাসার.djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X 83 কাপড় বাধিবে। এই প্রকার করিলে অতি মন্দ ঘা চারি পাচ দিনের মধ্যে ভাল হইবে। তুলা যদি শীঘ্র পাওয়া না যায়, তবে মধু আর লবণ এই দুই দ্রব্যকে একত্র মিশ্ৰিত করিয়া শীঘ্র ঐ পোড়া ঘায়ের উপরে লাগাইবে, ইহাতে দাহ অর্থাৎ জ্বালা বন্দ হইবে, কিন্তু ফোস্কা হইবে। সেই ফেণস্কাহইতে জল বাহির করিয়া দিবে, পরে শুষ্ক কলিচুণ • • • • • • • • ১ ছটাক এক সের গরম জলেতে মিশাইবে, তাহ স্থির হইলে পরে সেই জলকে ঢালিয়া লইয়া, যত জল তত গর্জন তৈল তাহাতে মিশাইয়া, সেই দ্রব্যকে পালকের দ্বারা প্রত্যহ চারি পাচ বার, এই প্রকারে দুই তিন দিবস পর্য্যন্ত ঐ ঘায়েতে লাগাইবে । ইহাতে যদি স্যাৎ শুষ্ক না হইয়া অধিক ঘা হয়, তবে তাহাকে সাবানের জলেতে কিম্বা গরম জলেতে ধৌত করিয়া কিঞ্চিৎ শুষ্ক ময়দা তাহার উপরে ছড়াইয়া দিবে। ইহাতে আরাম হইবে । অশরোগ । চিহ্ন । মলের সঙ্গে রক্ত পড়ে, বাহে বসিবার সময়ে গুহ্যদ্বার বেদনা করে, আর কখন গুহ্যদ্বারে পেয়াজের কোয়ার ন্যায় বাহির হয় ।