পাতা:চিকিৎসাসার.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ চৰ্ম্ম আচ্ছাদিত আছে। আর দ্রব্যাদির আঘ্ৰাণ লইবার জন্যে বহু ইন্দ্রিয়তার ঐ চৰ্ম্মেতে ব্যাপ্ত হইয়াছে। এবং টটির মধ্যে নাসিকার একটি ছিদ্র আছে, যাহার দ্বারা নিশ্বাস গমনাগমন করে। কর্ণের বিবরণ । কর্ণের আকৃতি যাহা বাহিরে দৃশ্ব হইতেছে, সে তুরীর মুখের ন্যায় এবং তাহ বাহিরের শব্দকে ইয়া কর্ণের ভিতরে প্রবেশ করায়। কর্ণের রন্ধ যাহা মগজ পর্যন্ত যায়, সে একটি চুঙ্গির ন্যায়, আন্দাজ এক বুরুল লম্বা হইবে, তাহার ভিতরের মুখ অতি চেড়া। এবং ঐ চুঙ্গির মধ্যেতে কর্ণমল সকল জমা হয়, সে মল অতিশয় তিক্ত ও অতিশয় গরলযুক্ত বস্তু। দৈবাৎ কোন পোকা কর্ণের ঐ চুঙ্গির মধ্যে প্রবিষ্ট হইয়া উক্ত দ্রব্যকে ভক্ষণ করিলে সেই পোকা নষ্ট হয়। আর ঐ নলীর ভিতরের মুখের উপরে ঢাকা ছাউনির ন্যায় হইয়া অতিশয় পাতলা একখানি চৰ্ম্ম আচ্ছাদিত আছে। ঐ চৰ্ম্মের উপরে শুবণজনক বহু ইন্দ্রিয়তার বিস্তীর্ণ আছে, এই জন্যে ঐ চৰ্ম্মেতে শব্দ বাজিলে শ্রবণ হয়। ঐ চৰ্ম্মের নিকটহইতে নাসিকারন্ধের মুখ পৰ্যন্ত একটি চুঙ্গি আছে যাহার দ্বারা বায়ু চলাচল হয়।