পাতা:চিকিৎসাসার.djvu/২৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২১১ করিয়া, কিম্বা মাথগুড়েতে মিশ্ৰিত করিয়া খাওয়াইবে, কিম্বা অন্য কোন ঔষধের সঙ্গে মিশ্ৰিত করিবে। সলফেট জিঙ্ক । উপকার। কসান, ও বলিষ্ঠ ও বমি হইবার নিমিত্তে ও পালাজ্বরেতে দেওয়া যায় । এবং বিষ বমি করিবার নিমিত্তে দেওয়া যায়। ওজন । এক বারেতে দুই ধান কিম্বা ১ রতি হিসাবে দিবসের মধ্যে তিন কিম্বা চারি বার খাওয়াইবে । আর বমি করিবার নিমিত্তে ৫ রতিহইতে ১০ রতি পৰ্য্যন্ত দেওয়া যায়। তুতিয়া । উপকার । শরীরকে বলবান করে, ও কসান ক্ষয়, এবং বমি হয়। এবং নানা প্রকার ঘায়েতে কিম্বা চক্ষু উঠিলে দেওয়া যায়। ~ e ওজন । বলবৃদ্ধির নিমিত্তে ১ ধানহইতে ১ রতি পর্যন্ত, ও বমি হইবার নিমিত্তে ২ রতি অবধি ৬ রতি পৰ্য্যন্ত জলের সঙ্গে মিশ্রিত করিয়া খাওয়াইবে।