পাতা:চিকিৎসাসার.djvu/৩১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৯৪ উপকার । চক্ষুর রোগে কিম্বা খালি ঘায়ে পালকের দ্বারা এই ঔষধ লাগাইলে সুস্থ হইবে । কটকিরি ভস্ম । কটকিরি গরম লোহাতে রাখিয়া উষ্ণ করিয়া চুর্ণ করিবে, সেই চুর্ণ কোন প্রকার পুরাতন ও নালি ঘায়েতে দিলে তাহ শুষ্ক হইবে । শ্বেত সম্বল । শ্বেত সম্বল (আর্শনিক ) . . . . ৩০ রতি শুদ্ধ লেপ . . . . . . . . 2১০ ছটাক প্রথমে লেপকে অগ্নিতে গরম করিবে, পরে আর্শনিক উত্তমৰূপে চুর্ণ করিয়া তাহাতে মিশাইয়া এক ঘণ্টা পৰ্য্যন্ত পাথরের হামামদিস্তাতে খল করিবে, পরে আন্দাজ ১০ রতি ওজনে লইয়া নেকড়ার পটীতে লাগাইয়া ব্যবহার করিবে । উপকার । কখন ২ ছোট আৰু ক্ষয় করিবার নিমিত্তে ইহা লাগান যায় । পোড়াইবার বিবরণ। পোড়াইবার নানা প্রকার উপায় আছে, কিন্তু গরম লোহার দ্বারা পোড়াইলে ভাল হয়।