পাতা:চিকিৎসাসার.djvu/৩৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২৭ এই তিন দ্রব্য একত্র মিশ্ৰিত করিয়া মুখ ধরিলে কিম্বা মুখেতে ঘা হইলে কুলকুচা করিবে। অন্য ঔষধ । দণলচিনি . . . . . . . . ১ তোলা গরম জল .. . . . Je ছটাক দালচিনি ছেচিয়া গরম জলে দুই ঘণ্টা পৰ্য্যন্ত ভিজাইয়া রাখিবে, পরে ছাকিয়া লইয়া সেই জলেতে ফটকিরি ৬০ রতি মিশ্ৰিত করিয়া কুলকুচা করিবে। উপকার । টটিতে দরদ কিম্বা ঘা হইলে এ ঔষধ ব্যবহার করিতে হয় । - দন্তের বেদনার ঔষধ। ফটকিরি • • • • • • • • ৬০ -রতিকে উত্তমৰূপে চূর্ণ করিয়া সুইট স্পিরিট নাইটর ২৬ মাষা মিশ্ৰিত করিয়া শুষ্ক তুলা তাহাতে ভিজাইয়া দন্তের গোড়ায় লাগাইয়া দিবে।