পাতা:চিকিৎসাসার.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩ আসিয়া অন্তঃকরণের বাম দিগের ছোট ভাগের মধ্যে জমা হয়। পরে ঐ ভাগ আপন ইচ্ছায় সংকোচিত হওয়াতে বাইল কবাটের দ্বারা ঐ রক্ত ঐ দিগের বড় ভাগেতে যায়, এই প্রকারে সর্বাঙ্গে পুনঃ২ ঐ রক্ত সৰ্ব্বদা ভ্রমণ করিয়া বেড়াইতেছে। প্রস্থান নাড়ীতে যে রক্ত চলাচল হইতেছে, তাহ শরীরের ছিতদায়ক, ও সেই রক্তের দ্বারা অস্থি ও মাংস ও চৰ্ব্বি ও চৰ্ম্ম ও লোম এবং নখ ইত্যাদি উদ্ভব হইতেছে, যথা, এই সকলের বৃদ্ধি হইবার জন্যে ঐ রক্তের গমন কালীন তাহারা সকলে পরস্পর আপন ২ শোষক নাড়ীর দ্বারা তাহাহইতে আপনার প্রয়োজনীয় দ্রব্যকে বাছিয়া লয়। ঐ নাড়ীর অন্ত পৰ্য্যন্ত ঐ রক্ত পৌছিলে পরে যাহা বাকি থাকে তাহা অকাৰ্য্য হয়, এই জন্যে গ্রহণী নাড়ী সেই বাকি রক্তকে গ্রহণ করিয়া উক্ত অনুসারে অন্তঃকরণের দক্ষিণ দিগের উভয় ভাগের দ্বারা ফুসফুসের মধ্যেতে জমা করায়। সেই স্থানেতে বায়ুদ্বারা ঐ রক্তের ময়লা পরিষ্কার হয়, ও তাহার বর্ণ বদল হয়, অর্থাৎ কালোবর্ণ ত্যাগ করিয়া সেই রক্ত লালবর্ণ হয়। পরে উক্ত অনুসারে ঐ রক্ত অন্তঃকরণের বাম ভাগের মধ্যে প্রবিষ্ট হইয়া প্রস্থান নাড়ীদ্বারা পুনৰ্ব্বার শরীরের মধ্যে ব্যাপ্ত হয়। এই প্রকারে রক্ত পুনঃ২ শরীরের মধ্যে সৰ্ব্বদাই ভ্রমণ করিয়া বেড়াইতেছে। আর প্রস্থান নাড়ীতে যে