পাতা:চিকিৎসাসার.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Nరి-9 উভয় হাড়ের মুখের সন্ধিস্থলের সহিত যুক্ত হইয়াছে। সেই স্থানকে কুলুই কহা যায়, সেই কুণুই ককাটের কন্ডার ন্যায় হইয়াছে। ঐ কুণুই এক দিগ ভিন্ন আর কোন দিগে ঘুরিতে পারে না, অর্থাৎ কেবল বিস্তারিত হইতে ও সঙ্কোচিত হইতে পারে এই মাত্র। শুক নলী । হস্তের কুণুইহইতে কজ পৰ্যন্ত যে হাড় আছে (যাহাকে শুক নলী কহা যায়) সে ছুইখানা, তাহার একখানা বড়, অন্যখানা ছোট। ছোটখানা বৃদ্ধাঙ্গুলির মূলহইতে কুমুইর খোলের ভিতর পর্যন্ত বিস্তীর্ণ আছে। ঐ হাড়ের উৰ্দ্ধমুখ গোল, ঐ মুখ আর কোন হাড়ের সহিত সংলগ্ন হয় নাই, অর্থাৎ আলগা আছে। আর বড়খানা কনিষ্ঠাঙ্গুলির মৃলহইতে কুণুইর গণইটের কিঞ্চিৎ উপর পর্য্যন্ত আসিয়াছে, কারণ হস্তকে বিস্তার করিবার সময় ঐ মুখ আটকায়, অর্থাৎ হস্তকে পশ্চাৎ দিগে ঘুরিতে দেয় না, ঐ হাড়ের মূল চৰ্ম্মের ভিতরে প্রকাশ পায়। ঐ মূলের এক পাশ্ব এক প্রকার কোর অাছে, তাহার মধ্যে বাহুহাড়ের অধঃস্থ মুখ বসিয়া আছে, ও এই তিন খানা হাড়ের মধ্যে ফুকর আছে। -