পাতা:চিকিৎসাসার.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

අ` দ্বিতীয়, প্রসুবের চিহ্ন । প্রসুবেতে চারি প্রকার চিহ্ন আছে । ১ জলের রঙ্গের ন্যায় প্রসুবে | কফ হইলে কিম্বা ঠাণ্ডি হইলে জলের রঙ্গের ন্যায় প্রসাব হয়। ২ লাল প্রসাব । যখন প্রসাব লালবর্ণ হয়, তখন ঐ প্রস্রাবকে কোন শ্বেত পাত্রেতে রাখিলে তাহহেইতে লালবর্ণ গুড়া ২ ঐ পাত্ৰেতে জমিয়া বৈসে । জ্বরেতে ও কলিজার রোগেতে এই প্রকার চিকু দেখিতে পাওয়া যায়। ৩ বালিযুক্ত প্রসাব । কখন ২ প্রসাবেতে অতি সরু বালি হয়, তাহ এই প্রকারে দেখিতে পাওয়া যায়, ঐ প্রসাবকে পরিস্কার পাত্রেতে রাখিলে ঐ জলহইতে বালির ন্যায় গুড়া ঐ পাত্ৰেতে জমিয়া বৈসে। ইহাতে জানা যায় যে মেটিয়াতে পাথরি হইবার উপক্রম হইয়াছে। ঐ প্রকার প্রসাব হইলে ফোকনার ভিতরে অথবা প্রসাবের নলীতে পাথরি জন্মে । ৪ প্রসাবের অপত । যখন মল ত্যাগ অধিক, কিম্বা শরীর বড় গরম, কিম্বা শরীরে জল জমা হয়, তখন প্রস্রাব অম্প হয়। ю 2