পাতা:চিকিৎসাসার.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

G• s0) তখন সেই রস গুহ দ্বার দিয়া জলের ন্যায় বাহির হয়। অজীর্ণ হইলে এই প্রকার চিকু দেখিতে পাওয়া যায়। ৫ রক্তময় মল ৷ আন্ত্রিকের নলীদাহ হইলে কোন ২ সময় তাহাকইতে রক্ত নির্গত হয়, ও কখন ২ ঐ নলীতে ক্ষত হইলে রক্ত বাহির হইয়। মলের সঙ্গে মিশিত হইয়া রক্তের ন্যায় মল নির্গত হয়। অতিসার রোগে এই প্রকার চিকু দেখিতে পাওয়া যায় । চতুর্থ, জিহার চিহ্ন । জিহ্বাতে তিন প্রকার চিহ্ন। ১ শুক্লবৰ্ণ জিহৱ।। শরীরের রক্ত যদি স্যাৎ অতিশয় জলের ন্যায় হয়, তবে জিহবা শুক্লবৰ্ণ দৃশ্ব হয় । পুঁীহারোগেতে বিশেষৰূপে এই চিকু দেখিতে পাওয়া যায়। ২ মলিন জিহবা । যখন জীর্ণ রস বিগড়িয়া যায়, ও পেট পরিষ্কার না হয়, এবং জিহবার উপরে ক্লেদ জমা হয়, তখন নিশ্চয় জানা যাইবে যে শরীরের মধ্যে রোগ আছে। নানা প্রকার জ্বরেতে এই চিকু দেখিতে পাওয়া যায়। F 3