পাতা:চিকিৎসাসার.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮ কারণ | শরীরে মন্দ বাতাস লাগিলে, ও সরদি হইলে, কিম্বা নিম্ন স্থানেতে ও ভিজা ভূমিতে বাস করিলে ঐ ব্যাধি শরীরে জন্মে। যে স্থানে মন্দ বাতাসের উৎপত্তি হয়, সে স্থানে অনেক পালাজ্বর হয়, যেমত উড়িষ্যা ও বঙ্গাদি দেশ নীচস্থ জায়গার জন্য ও অনেক পচা কিম্বা লোণ কিম্বা বদ্ধ জল হইবাতে পালাজ্বর অনেক হয়। পশ্চিম দেশের পর্বতীয় স্থানেতে জলের স্রোত থাকা প্রযুক্ত, সে স্থানে মন্দ বায়ুর উৎপত্তি হইতে পারে না, এই হেতু সে স্থানেতে পালাজ্বর অধিক হয় না। আর ঐ মন্দ পবন কখন ২ বিষতুল্য হয়, যেমত পচা পুষ্করিণীর কিম্বা জঙ্গলের নিকটে শয়ন করিলে, সেই স্থানহইতে মন্দ পবন উৎপন্ন হইয়া উক্ত জ্বর জন্মাইতে পারে। প্রতীকারের উপায় । সোণামুখির পাতা . . . . . . ১৮ মাষ । রেউচিনি . . . . • • • • • • > જે ছোট এলাইচ • • • • • • S સાથે এই তিন দ্রব্যকে একত্র মিলাইয়া অৰ্দ্ধ সের গরম জলেতে অৰ্দ্ধ ঘণ্টা পৰ্য্যন্ত ভিজাইয়া রাখিবে, পরে সেই জলকে ছাকিয় লইয়া রাত্ৰিযোগে উপবাস করিয়া খাইবে, ইহাতে কোষ্ঠ পরিষ্কার হইবে।