পাতা:জীবনসঞ্চার.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छौदमग%|ब्र। b> বেশিত করিবার আবশ্ব্যক নাই, তাহা সকলেই প্রজ্যহ লক্ষ করিয়া থাকেন । সন্তানের বাহ্যাবয়ব প্রায়ই পিতার দ্যায় হয়, আভ্যন্তরীণ আকৃতি মাতার হ্যায় হয় । মাংসপেশী সমুচ্চয় পিতার হ্যায়, স্বায়বিক যন্ত্র ও স্বভাব মাতার হ্যায় হুইয়া থাকে । আবার সন্তানের লিঙ্গভেদ অনুসারে এই নিয়মের তারতম্য লক্ষিত হইয়া থাকে । পিতা ক্যাগণকে মস্তক ও শরীরের উৰ্দ্ধভাগের গঠন প্রদান করিয়া থাকেন। মাতা পুত্রগণকে এই সমুদয় গঠনের অধিকারী করেন। পিতার উচ্চতা বা খৰ্ব্ব তানুসারে সন্তানগণ উচ্চ বা খর্ব হইয়া থাকে। দ্রব্য কিম্ব অবস্থা বিশেষের প্রতি তামুরাগ বা বিরাগ উভয়ই পিতা কর্তৃক সংক্রামিত হইতে পারে ; সন্তানের রুচি প্রায়ই পিতার রুচির উপর নির্ভর করে । পরমায়ু পিতা কর্তৃক সংক্রামিত হইয়া থাকে। যাহার আয়ুঃকাল অপ তাছার সন্তানগণ দীর্ঘজীবী হয় না। সহস্ৰ চেষ্টা করিয়া স্বাস্থ্যরক্ষার নিয়ম পালন করিলে ও অপায়ুর সন্তান দীর্ঘজীবী হয় না। দীর্ঘজীবীর সন্তান সহস্ৰ অত্যাচার করিয়াও