পাতা:জীবনসঞ্চার.djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3. छौलनग५3;३ ।। যাইবে যে এই বৃত্তি সম্বন্ধে যাহা কিছু জ্ঞাতব্য আছে, তাহ অবহেলার বিষয় নহে। যে ব্যক্তি মহুয্য হৃদয়ের অন্তস্তলে প্রবেশ করিতে না পারে, এতৎসম্বন্ধীয় জ্ঞানাভাব যে কতদূর হৃদয়বিদারক তাহা সে বুঝিবে না। অসৎমাগত্যাগ ও সৎমার্গ অবলম্বনের ক্ষমতা এই জ্ঞানের সহিত ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট । মানবের ইহুপরলোকে সহিত এই সন্তানোৎপাদিকা শক্তির ঘনিষ্ঠ সম্পর্ক আছে ইছ। জানিলে আমাদিগকে অবশ্যই স্বীকার করিতে হইবে যে স্বাস্থ্যবিজ্ঞানের মধ্যে এতৎবিষয়ের জ্ঞানই সৰ্ব্বাপেক্ষা প্রয়োজনীয়। হায় । ঘূণা ও লজ্জার দোহাই দিয়া লোকে এই সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানের কত অন্যায় অবমাননা করিতেছ। ইচ্ছা থাকিলে, এই প্রকার গ্রন্থের উপযোগিতা প্রতিপাদনার্থ শত শত মানবস্থিতাকা লেখকগণের মত উদ্ধত করিতে পারিতাম | বৃদ্ধিমান ব্যক্তিমাত্রেই এ গ্রন্থের উপযোগিতা বুৰিতে পারবেন তদ্বিষয়ে আমাদের সন্দেছ নাই ।