পাতা:জীবনসঞ্চার.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vo औरुममएं3|ङ्ग | নহে, অনন্তকাল ইহার সহিত সম্পত্ত । জগতের অধিকাংশ পাপ ও জগতের অধিকাংশ পুণ্য, উভয়ই এই বৃত্তিবশে সাধিত হইয়া থাকে ! এই বৃত্তির প্রকৃতি,ওইহার পরিচালনের নিয়ম অবগত হওয়া আমাদের কতদূর আবশ্যক ! স্বাস্থ্যবিজ্ঞান এই জ্ঞানপ্রদান অপেক্ষ মানবের অধিক আর কি ছিত সম্পাদন করিতে পারে ? পুৰুষ-ধৰ্ম্মক-কাল । যৌবনকালে মানবজীবনে যে পরিবর্তন ছয় তদ্বারা মানব উৎপাদিকা শক্তি প্রাগু হয় । এষ্ট পরিবর্তন সংঘটনের কালকে পুরুষ ধৰ্ম্মক কণল বলা যায় । এই সময়ে পুরুষদেহে শুক্রের উদ্ভব হইতে আরম্ভ হয় । এই পরিবর্তন হঠাৎ সংঘটিত হয় না । বহুকাল ব্যাপিয়া শরীরের অন্যান্য ক্ষমতাগুলির বৃদ্ধি ও পরিপক্কতার সঙ্গে সঙ্গে এই