পাতা:জীবনসঞ্চার.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bア জীবন সঞ্চর । দ্বাদশ বৎসর হইতে অষ্টাদশ বৎসর বয়সের মধ্যে পুরুষধৰ্ম্মক কাল উপস্থিত হয় । নান কারণ বশতঃ কোন স্থলে শীঘ্র কোথাও বা বিলম্বে মনুষ্য যুবাভাব প্রাপ্ত হয়। উষ্ণ প্রধান দেশের মানবগণ অতিশীঘ্রই যুবাভাব প্রাপ্ত হয়। সুতরাং সে লকল দেশে বাল্যবিবাহও প্রচলিত আছে । অস্মদেশে বালকগণ চতুর্দশ হইতে পঞ্চদশ বৎসর বয়ঃক্রমের মধ্যেই যুব ভাব প্রাপ্ত হয় । তবে নান। কারণ বশতঃ দুই এক বৎসর অগ্রপশ্চাৎ হইতে পারে। এবিযয়টা, অনেক পরিমাণে স্বভাব, অভ্যাস ও শারীরিক অবস্থার উপর নির্ভর করে । যে সকল বালক শারীরিক পরিশ্রম করিতে ভালবাসে, যাহার। সহজে ভজিত হয় না, তাহী--- দিগের জীবনে এই “ : র্কন অতিবিলম্বে ঘটে । যাহারা দুর্বল তাহার। প্রায় অতিশীঘ্রই যুবাভাব প্রাপ্ত হয় ৷ একথ। শুনিয়া অনেকে আশ্চর্য্য হইতে পারেন, কিন্তু প্রকৃতির অস্তুত নিয়মই કરે । এই পরিবর্তন যতবিলম্বে ঘটে ততই ভাল । এই পরিবর্তন সংঘটিত হইলে বালকগণ প্রায়ই