পাতা:জীবনসঞ্চার.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

So জীবন সঞ্চয় । ভয়ে এই নিয়মের বিপরীত কাৰ্য্য না করেন। যাছাতে লিঙ্গাগ্রভাগ চুলকাইতে না হয় তাহ করা কর্তব্য । নিতান্ত কোমল শয্যা ব্যবহার করা কর্তব্য নহে। এক শয্যায় দুষ্ট বা তিন জন বালককে একত্রে শয়ন করিতে দিতে নাই ; প্রত্যেককে বিভিন্ন প্রকোষ্ঠে শয়ন করিতে দিলেই তাল হয় । বালকগণ যাহাতে কোনমতে অশ্লীল ভাব ভঙ্গী করিতে না পায় সে দিকে দৃষ্টি থাক। চাই। শয়নগৃহ যেন বেশ শীতল থাকে ; তাছাতে বায়ু সঞ্চালনের উপায় থাকাও চাই । শয়নের পূর্বে প্রত্যেক বালকেরই মুত্রত্যাগ করা কৰ্ত্তব্য । “চিত” হুইয়া নিদ্রা যাওয়া নিতান্ত অনুচিত ; কেন না তাহাতে কামোদ্দীপন হইতে পারে। বালকগণকে শাস্তি দিবার মানসে বেত্ৰাঘাত কর। কৰ্ত্তব্য নহে ; ইহাতেও কামোদ্দীপন হইবার সম্ভব । অশ্লীল বাক্য ও অশ্লীল কাৰ্য্যকে ঘৃণা করিতে শিক্ষা দেওয়া নিতান্ত ত্যাবশ্যক । অামাদের পৌরাণিক ইতিবৃত্তে, প্রাচীন কাব্য পুস্তকে এবং আধুনিক উপন্যাস সমূহে অনেক অশ্লীল তাব সন্নিবেশিত আছে । এই সকল পুস্তক ।