পাতা:জীবনসঞ্চার.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন সঞ্চার । >め সাহাতে বালকগণের হস্তে না পড়ে তদ্বিযয়ে সযত্ন থাকা উচিত । কম । কাম কি ? ইহা কি স্বর্গের বিমল জ্যোতি না নরকের ভীষণ অনলশিখা ? ইহা কি পতিতমানবজাতির সদাতন পরিচায়ক ? কখনই না ; আমাদের চতুঃপাশ্বস্থ উদ্ভিদ ও জীবরদের ক্রিয়াকলাপ দেখিয় আমরা কামকে নারকীয় প্রবৃত্তি বলিতে প্রস্তুত নহি । এই বনমরক্তি হইতে কত কত মহান রক্তির জন্ম, এই কাম বৃত্তিই মনুষ্যকে কতশত পবিত্র ব্যাপার অনুষ্ঠান করিতে প্রণোদিত করে । জ্ঞানীমাত্রেই স্বীকার কfরবেন যে পরমেশ্বর দত্ত এই কামরুক্তি সুনিয়মে পরিচালিত করিলে জগতের অসংখ্য উপকার করা যায় ; জ্ঞানীমাত্রেই এইরজ্ঞিকে নিয়মিত রূপে পরিচালিত করিতে যত্নবান হুইবেন । যুবাকাল প্রাপ্তির সঙ্গে সঙ্গেই কামরুক্তির