পাতা:জীবনসঞ্চার.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S3. জীবন সঞ্চার। উদ্ভব হয়, এমন নহে। অনেক পূর্বেও ইহা বিদ্যমান থাকিতে পারে । নিতান্ত শিশুগণেরও লিঙ্গেচ্ছিাস হইতে দেখা যায়। সাত আট বৎসর য়ঃক্রম হইতেই অনেকে হস্তমৈথুন করিতে আরম্ভ করে । কামরভিউদ্ভবের কোনও নির্দিষ্ট সময় লাই। এই হিতকর রহিকে নির্মুল করিবার চেষ্ট প্রশংসনীয় নহে । সুনিয়মে পরিচালিত করিলে ইহা হইতে ছিত ভিন্ন আছিত হুইবার সম্ভব নাই । যাহারা ইচ্ছাপূর্বক বা কোন ব্যাধি বশতঃ সন্তানোৎপাদিকা শক্তি হারায় তাহার প্রায়ই নিষ্ঠুর ও প্রতারক হয় । তাহাদের মানসিক ক্ষমতানিচয় পূর্ণ বিকাশ প্রাপ্ত হয় না। তাহাদের সাহস ও সহিষ্ণুতা থাকে না । খোজাগণ ইহার জ্বলন্ত উদাহরণ। এই সকল পৰ্য্যালোচনা করিলে স্পষ্টই প্রতীতি জন্মিবে যে সন্তানেৎপাদিকাশক্তি হীন ব্যক্তিগণ তাহদের প্রকৃতির কোনও প্রক্লষ্ট । ংশ হারাইয়াছে । কাম বৃত্তি ভিন্ন আর কোন বৃত্তি আশু তানন্দ ও ভবিষ্যতে হিত প্রদান করিতে পারে ?