পাতা:জীবনসঞ্চার.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবনসঞ্চীর । לל( একজন ৮৪ বৎসর সময়ে বিবাহ করিয়া আটটী সন্তানের জন্মদান করেন ! ബ-ജ്ജ-l. উৎপাদিকা শক্তির হাস। পূর্বেই লিখিত হইয়াছে যে ৪৫ বৎসর বয়ঃক্রম হইতে উৎপাদিকা শক্তির হ্রাস হইতে আরম্ভ হয়। কিন্তু এটী নিশ্চিত নিয়ম নছে। কেহ বা ইহার কিঞ্চিৎ পূৰ্ব্বে, কেহ বা ইহার কিছুকাল পরে শক্তিহীন হয়েন। একবার হ্রাস হইতে আরম্ভ হইলে এই শক্তিকে পূর্বাবস্থায় রাখিবার চেষ্টা বৃথা । তাপে তাপে লিঙ্গোচ্ছাস নিরস্ত হয়, শুক্রেরও আর তেজ থাকে না, রিপুও হীন হইতে আরম্ভ হয় । যৌবন প্রারম্ভে প্রণয়, বৃত্তি বিশেষের সহিত সংসৃষ্ট থাকে, প্রৌঢ়াবস্থায় প্রণয় বৃদ্ধি প্রাপ্ত হয় কিন্তু সে সময় পরিবারবর্গের উপর সেই প্রণয় ছড়াইয়া পড়ে। বাৰ্দ্ধক্যে প্রণয়ের সহিত পাশবরক্তির সম্পর্ক না থাকাই প্রশংসনীয়। তখন আধ্যাত্মিক প্রণয়ের অবতারণার সময় উপস্থিত