পাতা:জীবনসঞ্চার.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন সঞ্চার । 3S করিয়া দিতুৈছি। যুবকমাত্রেই উৎপাদিকাশক্তি প্রাপ্ত হইলে বিবাহু করেন ইহা অামাদের অভিপ্রেত। বিবাহেমু পরও কেহ যেন ভোগাপিক্য না করেন। বয়োরদ্ধির সঙ্গে সঙ্গে কামরক্তিকে প্রশ্রয় দান না করিনারYচষ্টা করা চাই । স্ত্রী সহবাসের পর যদি শরীর নিতান্ত অবসন্ন হইয়৷ পড়ে তাহা হইলে রতিকাৰ্য কিছুদিনের জন্য বন্ধ রাখা উচিত। বহুকাল স্থায়ী বিচ্ছেদের পর স্ত্রীর সঙ্গে মিলিত হইলে, রতিক্রিয়া একটু বিবেচন। পূর্বক করা চাই। কেননা অনেক দিনের পর হঠাৎ স্ত্রী সহবাস আরম্ভ করিলে বিশেষ পীড় হইবার সম্ভব । কতকগুলি পীড়া হইলে অতি ভোগের বাসনা প্রবল হইয়া উঠে। অৰ্শ, চুলকানী, পাথরী লিঙ্গপ্রদাহ ইত্যাদি রোগে কামোছা অতিশয় বলবতী হয়, সুতরাং এই সকল পীড়া বশতঃ রতি শক্তি হ্রাস হইয়া যায়। অনেক স্থলে মস্তিষ্কের পীড়া বশতঃ কামরুত্তি সাতিশয় উত্তেজিত হইয়া উঠে। যক্ষম ও কুণ্ঠরোগের প্রার