পাতা:জীবনসঞ্চার.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২ सौरन म५3fन । ড়েই অযথা রতিপ্রবৃত্তি উদ্ভূত হয়। পীড়া বশতঃ কামেচ্ছার আধিক্য হইলে কোন একজন সুবিজ্ঞ চিকিৎসককে সমস্ত অবস্থা বলা উচিত। ঔষধ সেবনে অন্যায় কামোছা দমিত হইয়া উৎপাদিক শক্তি অক্ষুন্ন অবস্থায় রছিয়া যাইতে পারে। মানসিক পরিশ্রমের আধিক্য হইলেও উৎপাদিকা শক্তি শীঘ্র হ্রাস পায় । বহুকাল ব্যাপিয়া যাহার। অশ্বারোহণে ভ্রমণ করিতে অভ্যস্ত, তাহাদের উৎপাদিকা শক্তি বহুকাল স্থায়ী হয় না । যে সকল কাৰ্য্য করিতে হইলে কেবল বসিয়া থাকিতে হয় কিম্বা অনবরত হটিতে হয়, অনেকদিন ধরিয়া সে সকল কাৰ্য্য করিলে রতিশক্তির বিশেষ ক্ষতি হয় । আট দশ বৎসর অন্তর দেশ ভ্রমণ খুব ভাল। কামেস্থা উত্তেজিত হয় এপ্রকার কোন কাৰ্য্য করা উচিত নহে। অনেক গুলি দ্রব্য আছে যাহা খাইলে কামেচ্ছা বলবতী ছইয়া উঠে। সে সকল খাদ্য ব্যবহার না করাই কৰ্ত্তব্য । ফল, মুল, উদ্ভিজ্জাদি সেবনে কামেচ্ছ। দমিত হয়, কিন্তু ইছা সেবনে শারীরিক বল ও কথঞ্চিৎ