পাতা:জীবনসঞ্চার.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীৱন থ3; : o : אל ক্ষতি নাই। কিন্তু শুদ্ধ অবিবাহিত থাকিলেই চলিবে না হৃদয়ের পবিত্রতা চা চ | অবিবাহিত থাকির যিনি লাম্পট্য দোষে মত, কিন্তু মলেও পাপচিন্তার অবতারণা করেন তাহীর ত্যায় পাপী আর জগতে নাই । শুদ্ধ সেই ব্যক্তিকে অমর। পূজা করিব—যিনি অবিবাহিত থাকিয় মনেও পাপচিন্তা না করেন । ব্যভিচার বা হস্তমৈথুন না করিলেই সদাচারী হয় না, যাহার হৃদয়ে নরক বৰ্ত্তমান আমরা তাহাকে কি করিয়া স্বৰ্গবাসী বলিব ? অনেকে বলেন যে বিবাহ না করিলে প্রমেহ রোগজন্মে, ইন্দ্রিয় ক্ষমতা হ্রাস পায় : একথা সত্য নহে । যাহারা অবিবাহিতাবস্থায় মনেও পাপচিন্তা না করেন তাহাদিগের ইন্দ্রিয়চয় সতত সবল থাকে, তাহারা কোন ব্যাধিগ্রস্ত হন না । কিন্তু যাহাদের হৃদয় পিশাচের অবস ভূমি তাহারা নিশ্চয়ই নানা ব্যাধিগ্রস্ত হয়, তাছাদের ইন্দ্রিরচয়ও শীঘ্র শক্তি হীন হুইয়া পড়ে। দীর্ঘজীবী হয় কাহার ?--বিবাহিত লোকের ন: অবিবাহিত লোকেরা ? ফ্রান্স, ইংলও, স্কটলও এবং আমেরিকার বিবরণ পাঠে জানা যায় যে