পাতা:জীবনসঞ্চার.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীৰ নসঞ্চার। 9ー নিদ্রারাহিত্য, অত্যধিক অধ্যয়ন ও চিন্তা, দুঃখ, ভয়, তামাক ও অন্যান্ত মাদকসেবন ইত্যাদি কারণে কাম উত্তেজিত না হইতে পারে, বয়োরদ্ধি এবং বহুকালব্যাপী ব্যায়ামাভ্যাসহেতু কাম দমিত থাকিবার সম্ভব। যে অভ্যাসহেতু কামপ্রবৃত্তি উত্তেজিত না হয় সেই অভ্যাস ত্যাগ করিলেই কাম পুনরুদিত হইবে । লিঙ্গপীড়া হেতু কামোদীপন না হইলে চিকিৎসকের পরামর্শ লওয়া কৰ্ত্তব্য । স্বজভঙ্গ রোগ সহবাসবিক্সের অন্যতম কারণ ! প্রকৃত স্বজভঙ্গ প্রায়ই যেীবনাবস্থায় বা প্রৌঢ়াবস্থায় হয় না । হইলেও বহুদিন স্থায়ী হয় না । বাৰ্দ্ধক্যে ব্লুজ ভঙ্গরোগ হইয়া থাকে । বেশ্যংসগজাত পীড়া হইতে প্লজ ভঙ্গরোগের অবিভাব হইতে পারে । কাছার কাহার জন্মকাল হইতে দ্বজভঙ্গ বর্তমান থাকে। হস্তমৈথুন করিলে স্বজভঙ্গ হইতে পারে, কিন্তু তাহা বহুদিন স্থার হয় না ; কুঅভ্যাস হইতে বিরত হইয়া বলকারক ঔষধ সেবন করিলেই সারিয়া যায় ; অধিক স্থলকায় হইলে অর্থাৎ শরীরে চর্বির আধিক্য হইলে