পাতা:জীবন যামিনী.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 জীবন যামিনী l! মৃদু মধু হাস্য করি কহিছে তখন । । কর্মাট নগরে ধাম বলি সত্য করি । জীবন আমার নাম শুন সহচরী ! নিদান চরক কিছু অাছে দরশন । তাহাই ব্যবসা করি বেড়াই ভুবন ॥ শুনিলাম তোমাদের রাজার দস্থিত। জরে নাকি নিরন্তর অাছেন পীড়িত। শুক মুখে সমাচার করিয়ে শ্রবণ । সেই হেতু দেখিবারে মম আগমন । শুনিয়াছি বৈদ্য যত আসে দেখিবারে । আরোগিতে না পারিয়ে যায় কারাগারে । এমম বিষম রোগ কোথা শুনি নাই । কবিরাজ পরিণভব এ বড় বণলাই । অামার লইয়ে নাম কি লভ্য করিবে । পরাভব হলে ভূপ কভু না ছাড়িবে। বুঝিলাম এরোগের যত বিবরণ । মজণতে বৈদ্যের জল কেবল মনন ৷ নতুবা বৈদ্যের নামে কিবা প্রয়োজন । নিয়ম মাফিক বুঝি করিবে বন্ধন ৷ এতেক বচন যদি জীবন কহিল । অন্তরে যামিনী থাকিসকল শুনিল । Tমনে মনে ভাবে ধনী শুনিয়ে বচন । ভাবে বোঝা গেল সেই বটে এই জন । শুক পার্থী আসি যাহা মোরে বলে ছিল । শুক নাম শুনি মোর প্রত্যয় হইল ॥ । তবে আন্ধু দুঃখ দেওLউচিত না হয়।