পাতা:জীবন যামিনী.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• vაჯ) জীবন যামিনী। নাগরের তরে বেশ করিয়ে সুন্দরী । । রাখিলেন আশপথে নয়ন প্রহর । এই আসে এই আসে বলিয়ে যামিনী । আশপথে রছিলেন হয়ে চাতকিনী । অন্ধ নিশি এই রূপে করিল গমন । হেরিয়ে যামিনী দুঃখে করিছে রোদল । বল বল ওগো সখী কি উপায় করি । দেখ দেখ প্রভাতী হইল বিভােবরী। ধর ধর এত্ত জ্বালা অামারে না সহে । জ্বর জর হল প্রাণ তাহার বিরহে ॥ বিচ্ছেদ डूचत्र इनि করি ছে দংশন ৷ ছিড়িল প্ৰবোধ তাগা না মানে বারণ ॥ কণ্ঠাগত হল বিষ কি উপায় করি । দুঃখ পেয়ে দলন৷ করিছে মন করি । কত সুখ দিত আগে ও চন মণ্ডল । এখন বর্ষণ যেন করিছে অনল । কেমনে জীবন রহে না হেরে জীবনে । এখনি ত্যজিব প্ৰাণ যাইয়ে জীবনে ॥ প্রভাত প্ৰমাদ দায় হল প্রমোদায়। ওই দেখ সুখ নিশি পোহাইয়ে যায়। আসিবেন প্রাণনাথ অীশ ছিল মনে । দিননাথ করিলেন নৈরাশ এক্ষণে । যামিনীরভাব হেরি সখীগণ কয়। কি কারণে চিন্তান্বিতা হলে অতিশয় ॥ । আসিবেন গুণমণি ওগো বিনোদিনী । সবেমাত্র সন্ধুগত হইল য়ামিনী ॥