পাতা:জ্ঞানার্ণবঃ.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্ঞানার্ণবঃ ৯৯ ৷ মাপনকার অভিগ্নায় প্রকাশ করুন দাসের সাখ্যানুসারে জুটি হইবেক না, ছদ্মবেশ রাণ উত্তর বরিসেন মানার বাঞ্ছা হয় মহারাজ আমকে কুশদ্বীপ রাতের ১িংসল প্রদান করিয়া আপনি চামর ধারণ পূর্বক সিংহাসনের পার্শ্বে দণ্ডায়মান থাকেন, কাল্পনিক ভিক্ষুকের এই প্ৰথন শ্রবণে উদারচরিত্ৰ নৃপতি ক্ষণমাত্র প্রতীক্ষা না করিয়া তৎক্ষণাৎ বিক্রমাদিত্যক্ষে সিংহাসনে বসছিলেন । এবং রাজ গদি দ্বার হিকে ভূষিত করিয়া স্বয়ং চামর ধারণ পূর্বক দণ্ডায়মান হইলেন মনস্তর ধিক্ৰমদিত্য কহিলেন, হে ভীমসেন নরসঙ্গে যদি রাজ সিংহাসন অামাকে প্রদান করিলেন তত্বে বাণী ব্যতিরেকে কিৰূপে শোভা পায় অতএব তদ্বিধয়ে স্তুমি কি বিবেচনা করিতেস্থ ভীমসেন উত্তর করিলেম সামি যখম ময়ে রাজ্য প্রদান করিয়াছি তৎকালীন রাণ ও প্রদন্ত ই ইয়াছে তাহাতে জিজ্ঞাস্য কি আছে ইহাতে রাজ বি ক্রম দি ও ড্রামসেনের আশ্চৰ্য্য কাৰ্য দর্শন করির চ হকৃত হইলেন এবং কালি দাসের প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন, হে কালিদাস ত্তমি বাহ বর্ণনা করিয়াছ এইক্ষণে তাঁহাই প্রত্যক্ষ হইল পৃথিবীর সকল মহীপালদিগের যশ অপেক্ষ রাজা য সেনের যশ জাজপমাল হইয়াছে এই বলিয়া ভূমিতে অবতরণ পূর্বক দণ্ডায়মান হইয়া কহিসেন, হে ধৰ্মময় মহীপত্তে ভীমসেন আমার অপরাধ ক্ষমা করিতে হইবেক,