পাতা:জ্ঞানার্ণবঃ.djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্ঞানার্ণবঃ। ని বিম্বর্ষে ব্যাধ গৃহে গমন করিপ মৃগাদি সকলেও স্বয়ং স্থানে স্বচ্ছন্দে কাল যাপন করিতে লাগিল । . . . বস্তৃবিচ্ছেদ । - মৃগাদি মুখে কিছুকাল থাকে ইতিমধ্যে অবিশ্বালি সেই শৃগাল বিবেচনা করিল যাহা হউক আমার এত্ত প্রয়াস বৃথা হইল কিন্তু পুনর্ধার যুগকে ভক্ষণ করণখি যত্ন করিব এই স্থির করিয়া পথিমধ্যে একদিবস শঙ্গনি সহ সাক্ষাৎ করিয়া কহিল মিত্র এক্ষণে এইৰূপ বিপরীত হইল যে মিত্রের উপকার করিলে দোষী হয় অতি লোভাকৃষ্ট, মৃগ কলাই ভক্ষণার্থ গমনে বদ্ধ হইলে তাহার মোচন কারণ আমি অনুেষণ করিতে ছিলাম তাহাতে তোমরা বিপরীত ভাবিসে তাহা হইতে পারে কারণ কালে এই সকল হইবে যে মাজা অবিচারী মিত্রে অবিশ্বাস, উপকারে দোধোল্পাস সন্যাসির ধন, গৃহস্থ দরিদ্র, কাকে আদর শূককে+ কিলাদিতে অনাদর সাপ্ত স্ত্রী পরিত্যাগ পরস্ত্রীতে মন পর্যনহরণে ইচ্ছা গুণিজনকে ত্ত ছুতা মূর্ধকে সম্মান, সাহস হীন ব্যক্তি যোদ্ধ, ও স্ত্রী বিচার পতি, পতি গৃহকর্ম পর, ইত্যাদি, যাহা হউক ত্তমি আমার মিত্র অতএব তোমার হিত কথা কহিতে হয় স্তমি মৃগকে কদাচ বিশ্বাস করিবে না কারণ মত্ত উন্মত্ত ব্যভিচারিণী স্ত্রী শৃঙ্গ "ষ্ট্র নৃপ হিসু থল এস্কৃতিকে কদাচ fবশ্বাস করা উচিত মহে प्र