পাতা:জ্ঞানার্ণবঃ.djvu/১৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্ঞানার্ণৰঃ । Y8& তাহাঁতে বিশ্বাসকে বিনষ্ট কৱিতে পারে এবং সৰ্ব্বজা ৷ স্ত্রীলোকের বুদ্ধির অস্থিরতা দেখা যায় অতএব বিশ্বাস বিনাশ হইতে পারে আর শত্ৰু বিশ্বাস যোগ্য নহে কেন ন শত্ৰু সতত দ্বেষী হয় মতএব কিরূপে তাহাকে বিশ্বাস করা যায় এতড়িয় যন্ত উন্মত্ত ধস দ্যু দুষ্ট প্ৰবন্ধক মিথ্যা বাদি প্রভূতির প্রতি বিশ্বাস করা কদাচ কৰ্ত্তব্য নহে কারণ মত্তের প্রতি বিশ্বাসে যেমন প্রবলতর বায়ু দ্বারা বৃক্ষ বিনাশকে পায় তার ন্যায় মনুষ্যের প্রাণ নাশ হয় । উন্মত্তের প্রতি শ্বিাসে উপহাস প্রাপ্ত হইতে ছয় । এবs. খমের উপর" বিশ্বাস করিলে ক্লেশ ও মৃত্যুকে মন্তকে করিয়া থাকিতে হয় আর দসু্য প্রভৃতির প্রতি বিশ্বাস করিসে বিপদে ঠেকিতে হয় এতদতিরিক্ত উদাসীন মনুষ্যগণকে ও বিশ্বাস করা শ্ৰেয়স্কর নহে যেহেত্ত উদসীন ব্যক্তির কিরূপ বুদ্ধি ও বিবেচনা তাহা কদাচ বোধগম্য হইতে পারে না সুতরা উদাসীন হইতে কিৰূপে মঙ্গল হইতে পারে । বিশ্বাস বিষয়ে উদাহরণ । মহারাজাধিরাজ হেমৱাজ নামে এক রাজা জয়দ্বীপে রাজ্য করিতেন তাহার সাতটি পুণ জন্সিয়াছিল তাহারা অতিশয় বসক্রিান্ত ছিলেন এবং সৰ্ব্ব প্রজা প্রতি সমান দয়া ছিল ইতিমধ্যে হেমরাজের মৃত্যু হইন্স তাঁহার পুত্র সকল স্বয়ং বলদ্বারা