এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু
দর্ব্বেশের ঘূর্ণি নৃত্য
দাও ঘুরপাক্ জ্ঞান ঘুচে যাক,
ঘুরুক মাথা,
চোখে মুখে নাকে ছুটুক আগুণ
উঠুক গাথা!
কোথা পায়জামা পাগড়ি কোথায়
যাব তা' ভুলে,
ঘুরপাক দিয়ে করিব নৃত্য
দু’ বাহু তুলে।
রাঙা সুরা আর রাঙা পেয়ালার
ঘুচিবে ভেদ,
হৃদয়ে প্রণয়ে। হ'বে একাকার
র’বে না খেদ।
কি করেছি আর কি যে বাকী আছে
জানিব না তা’,
সব জানি তবু কিছুই জানিনে
টলিছে মাথা!
শাস্ত্র শুনিবে? পণ্ডিত আছে,
জানিনে অত,
ভাবে বুঁদ হ'য়ে চরণে দলেছি
শাস্ত্র যত!
১৮৮