পাতা:তীর্থরেণু.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

সঙ্গীত শুনিবার
অবসর আছে কি?—
সঙ্গীত-মিস্ত্রির
অপরূপ কীর্ত্তি?
গোলমাল দিনরাত,
কেমনে বা শুনিবে?
নানা দলে কলহের
চীৎকার তুলিছে;—
ভিক্ষুক ক্ষুধিত,
খনিজীবি খুসী নয়,
‘শ্রম’ নামে রাক্ষস
বন্ধনে অস্থির।
তবু, কবি-কর্ম্ম
কারেদের নেহায়ে
পড়িতেছে হাতুড়ি,—
গড়িতেছে ছন্দ;—
তন্ময় মুখ সব,
উজ্জল, রক্তিম,
হাপরের তাপে, হায়,
ঝলসায় চক্ষু!
সত্য কি?—শুনিছ?
তুমি সব দেখিছ?

৪৯