পাতা:ত্রিপুরার স্মৃতি.djvu/১৬

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

এতদঞ্চলের সন্নিকটে প্রবাহিত হইত; কালক্রমে উহার গতি পরিবর্ত্তন হইয়া দূরে সরিয়া গিয়াছে। নদীর গতি সর্ব্বদাই পরিবর্ত্তনশীল।

 এই সমস্ত বিষয় পর্য্যালোচনা করিলে ইহা স্পষ্টরূপে প্রতীয়মান হয় যে, তুগান খাঁ অধুনা “জাজিসাব” নামে পরিচিত গ্রামটীই আক্রমণ করিযাছিলেন, এবং সেই যুদ্ধে যে তিনি খৃষ্টীয় ত্রয়োদশ শতাব্দীর “কীর্ত্তিধব” বা “সেংথুম্‌ফা” নামে খ্যাত ত্রিপুবাধিপতিব মহিষী “ত্রিপুরাসুন্দরীদেবী” কর্ত্তৃক পবাজিত হইয়া ছিলেন—তৎসম্বন্ধে কোন সন্দেহ থাকিতে পারে না।


ত্রিপুরার স্মৃতি