পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰথম রজনী গড়গড়ি মহাশয় গড়গড়ি মহাশয় বলিতেছেন আমার নাম সুবলচন্দ্ৰ গড়গড়ি। আমাদের বাড়ী মানভূম জিলার সামান্য একখানি গ্রামে। আমাদের গ্রামের নিকট অনেকগুলি ছোট ছোট পাহাড় আছে। নিকটে বনও আছে। সেই বনে পূৰ্ব্বে অনেক ব্যাঘ্ৰ ও ভলুক বাস করিত। কখন কখন বন্য হন্তীরও উপদ্রব হইত। গ্রামের নিকট আমাদের কিছু সম্পত্তি ছিল। আমাদের নিজের চাষবাসও ছিল। সেজন্য সেই সামান্য স্থানে আমরা সম্পত্তিশালী লোক বলিয়া পরিগণিত ছিলাম। পুরুলিয়ার জিলা স্কুলে প্রথম আমি বিদ্যাশিক্ষা করি। সে স্কুল হইতে পাশ দিয়া, কলিকাতার কলেজে। আমি অধ্যয়ন করি। কলিকাতার কলেজ হইতে আর একটা পাশ দিলাম। ইহার কিছুদিন পরেই আমার পিতার পরলোক হইল। সেজন্য আর আমার লেখাপড়া হইল না। পৈতৃক সম্পত্তির তত্ত্বাবধায়ণের নিমিত্ত আমাকে দেশে প্রত্যাগমন করিত হইল। সে সময় সংসারে আমার মাতা, আমার পরিবার ও এক কনিষ্ঠ ভ্রাতা ছিলেন। আমার কনিষ্ঠ ভ্রাতার নাম অক্রুর ছিল, কিন্তু তাহাকে আমরা “ওকুর” বলিয়া ডাকিতাম। যখন পিতার পরলোক হয়, তখন ভ্রাতার বয়ঃক্রম দ্বাদশ বৎসরের হয় নাই। কনিষ্ঠকে আমি প্ৰাণ অপেক্ষা ভালবাসিতাম। মাতাঠাকুরাণীরও সে পুত্তলিস্বরূপ ছিল। আমার পরিবারও তাহাকে পুত্রের ন্যায় স্নেহ করিতেন। (ဌ)လဲ বাঁকুড়া জিলায় কুতুবপুর নামক গ্রামৃেদ্ভূমীর শ্বশুরালয়। এক্ষণে সেই স্থানে আমি বাস করিতেছি। আমার শ্বশুরের পুত্র অথবৃঙনিৰ্য্য কন্যা ছিল না। আমার পিতার পরলোকের পীচ বৎসর পরে আমার শ্বশুর মহাশয়গুইহধাম পরিত্যাগ করিলেন। তাঁহার সমুদয় সম্পত্তি আমার স্ত্রী পাইলেন। এই সম্পত্তি পাইয়া আমি মনে করিলাম যে, নিজে আমি ভালরূপে বিদ্যাশিক্ষা করিতে পারি নাই, কনিষ্ঠ ওকুরকে ভালরূপে লেখাপড়া শিখাইব। এইরূপ মনন করিয়া আমি তাহাকে কলিকাতায় আনিয়া ভাল একটি স্কুলে ভৰ্ত্তি করিয়া দিলাম। কলিকাতায় যাহাতে সে পরমসুখে দিনযাপন করিতে পারে, সেইরূপ বন্দোবস্ত করিয়া পুনরায় আমি দেশে প্রত্যাগমন করিলাম। আরও পাঁচ বৎসর কাটিয়া গেল। ভ্রাতার লেখাপড়ার বিষয়ে আমি বড়ই নিরাশ হইলাম। তাহার এখন যেরূপ বয়স, তাহাতে তিনটা পাশ দেওয়া উচিত ছিল। কিন্তু এ পৰ্যন্ত সে একটিও পাশ দিতে পারিল না। পূজা ও গ্ৰীষ্মের অবকাশে যখন সে বাটী থাকিত, তখন তাহার কথাবাৰ্ত্তায় আমি সন্তোষলাভ করিতে পারি নাই। তাহার চরিত্রবিষয়েও ক্ৰমে দুইএকটা কথা আমার কর্ণগোচর হইতে লাগিল! কলিকাতার খরচের নিমিত্ত যাহা প্রয়োজন, তাহা অপেক্ষা অধিক টাকা প্ৰতি মাসে তাহাকে আমি দিতাম। কিন্তু ক্ৰমে আমি শুনিতে পাইলাম যে, তাহা ব্যতীত মাঝে মাঝে সে গোপনভাবে মাতার নিকট হইতে আরও অনেক টাকা লইতে। এই কথা শুনিয়া আমি কলিকাতায় আসিয়া তাহাকে মিষ্ট বাক্যে অনেক বুঝাইলাম। টাকা যে সে অপব্যয় করে নাই, তাহার প্রমাণস্বরূপ সে আমাকে অনেক প্রকার 2छा-siना voors sNAls viði (SS BS! ro www.amarboi.com ro