পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্ঞানহারা হইয়াছিলেন। দারওয়ান, গিরিশের নিকট মোহর দেখিয়াছে, এই কথা শুনিয়াই তাহার নিশ্চয় প্রতীতি হইল যে, মোহর গিরিশ চুরি করিয়াছে। পূৰ্ব্ব দিনে যখন দেরাজ হইতে বাহির হয়, তখন দুই-একটা মোহর হাতে করিয়া সকলেই নাড়িয়া-চাড়িয়া দেখিয়াছিল। গিরিশও তাহা হাতে করিয়াছিলেন। সে নিমিত্ত গোপীবাবু ভাবিলেন যে, গিরিশ কাল একটা মোহর কোনরূপে পকেটে ফেলিয়াছিল। তাহার পর আজ সমুদয়গুলি লইয়াছে। মোহর আবার কে কবে পয়সার সঙ্গে পকেটে রাখিয়া থাকে? ষষ্ঠ অধ্যায় হাতে হাতকড়ি মাতা অনেক নিষেধ করিলেন, কিন্তু তাহা না শুনিয়া গোপীবাবু পুলিশে নালিশ করিলেন। পুলিশের লোক আসিয়া তদন্ত আরম্ভ করিল। গোপীবাবু বলিলেন যে,- “আর একবার আমার এই মোহর চুরি গিয়াছিল। যে রাত্রিতে চুরি যায়, সে রাত্রিতে গিরিশ আসিয়া পাশের ঘরে অর্ষেরুক্ষণ বসিয়াছিল। কিন্তু তখন আমি তাহাকে কোনরূপ সন্দেহ করি নাই। তাহার পর সৌষ্ঠসীমার ডাক্তারখানায় কৰ্ম্ম করে; গতকল্য তাহা আমি বুঝিতে পারি না। সে বোধ র ভিতর প্রথম নিজেই রাখিয়া তাহার পর আপনি সেই মোহর বাহির করিয়াছিল। প্ৰাতঃকালে মোহরের বাক্স দালানে তক্তপোষের X Y a ras । এই অবসরে মোহর সে কোন স্থানে সরাইয়া রাখিয়া থাকিবে । ইহার একটি মোহর আমার দরওয়ান তাহার পকেটে দেখিয়াছে। দালানে আজ প্ৰাতঃকালে এক গিরিশ ব্যতীত অপর কেহ আসে নাই। একবার কেবল আমার মাতা, ঝিকে সঙ্গে লইয়া আসিয়াছিলেন। মাতা যখন বাটীর ভিতর ফিরিয়া যান, তখন মোহরের বাক্স তক্তপোষের উপর ছিল । বিও তাহা দেখিয়াছে।” গোপীবাবুর মাতা, আহাদী ঝি, দ্বারবান প্রভৃতি সকল লোকের সাক্ষ্য পুলিশের লোকে গ্ৰহণ করিল। গিরিশের পকেট অনুসন্ধান করিয়া তাহার একটি মোহর পাইল। গিরিশের ঘর-তল্লাস করিয়া কিন্তু আর কিছু পাইল না। যাহা হউক, অবশেষে হাতে হাতকড়ি দিয়া পুলিশের লোক গিরিশকে চালান দিল। মাধব চক্ৰবৰ্ত্ত, তাহার স্ত্রী ও সরলা শোকে অভিভূত হইলেন। চক্ৰবৰ্ত্তী মহাশয় গোপীবাবুর অনেক হাতে-পায়ে ধরিলেন, কিন্তু তিনি কোন কথাই শুনিলেন না । দুই দিন পরে গিরিশের মকদ্দমা আদালতে উঠিল। গিরিশ যে মোহর চুরি করিয়াছে, সাক্ষাৎ সম্বন্ধে তাহার কোন প্রমাণ ছিল না। কিন্তু গোপীবাবু মকদ্দমার বিশেষরূপ তদবির করিতে লাগিলেন। যে হাকিমের নিকট গিরিশের বিচার হইতেছিল, তাহার শ্ৰীমুখ হইতে যে দুই-একটি কথা নিৰ্গত হইল, তাহাতে সকলের বোধ হইল যে, গিরিশের তিনি দণ্ড না করিয়া ছাড়িবেন। না। ফরিয়াদির পক্ষের সাক্ষীদিগের সাক্ষ্য গৃহীত হইলে, হাকিম গিরিশকে চুরির অপরাধে br8 ), 2. Oxfff <୬ ଜୀୱ sibirtନ୍ତୁ firls six g3 & 8! m www.amarboicom, গ্ৰহ