পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনবন্ধু-গ্রন্থাবলী به وسی গী ছাড়া করিচি। দেখ বে। যদি ব্রাহ্মণী তাদের উপর রাজী হন তবেই তাদের মঙ্গল, নইলে তাদের হাতে টুক্‌নি দিইচি । ভুব। বিয়ান সতীনের নাম সইতে পারে না, তোমার মেয়েরা বিয়ানের সতীনঝি, তারা যেন বিয়ানকে ছোয় না, তা হলে বিয়ান জলে ডুবে মরবে— সতীনের ঘা সওয়া যায়, সতীন কাটা চিবিয়ে খায় । রাজী । তোমরা কিছু ভেব না, আমি কাহাকেও ছুতে দেব ন, চুপি চুপি নিয়ে যাব, দশ দিন পরে গায় প্রকাশ করবো। নসি। এস, বাসি বিয়ে করসে, ঘোর থাকতে থাকতে বরকনে বিদেয় কত্তে হবে । ( প্রস্থান ) তৃতীয় গর্ভাঙ্ক রাজীব মুখোপাধ্যায়ের বাড়ীর উঠান রামমণি ও গৌরমণির প্রবেশ রাম । ভগবতী এমন দয়া করবেন, বাবার বিয়ে মিছে বিয়ে হবে । গেীর । যথার্থ বিয়ে হয় চারা কি, তিনি আমাদের মা হবেন না আমরাই তার মা হবে, মেয়ের মত যত্ন করবো, খাওয়াব, মাখাব, তাতে কি হবে, যুবতীর যে পরমসুখ তা তো দিতে পারবে না, স্বামীর সুখ কখনই হবে না, বাবা তো বেঁচে মরা। রাজীবের প্রবেশ রাজী । ও মা রামমণি, ও মা তোমার মা এনিচি বরণ করে নাও । @