পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবর্তী ģS পণ্ডিতের প্রবেশ । পণ্ডি । মহাশয় আজ সাতিশয় সম্প্রীত হইচি— ললিতমোহন সুমধুর স্বরে বাল্মীকি ব্যাখ্যা করলেন, শুনে মন মোহিত হলো—এমন সুশ্রাব্য আবৃত্তি কখন শ্রুতিপথে প্রবেশ করে নি। এত অল্প বয়সে এত বিদ্যা পুৰ্ব্বজন্মের পুণ্যফল । শুনলেম, ইংরাজিতে অধ্যাপক হয়ে উঠেছেন । আপনার লীলাবতী যেমন গুণবতী তেমনি পতির হস্তে সমপিতা হবেন— ললিতমোহন ত আপনার জামাতা হবেন ? হর । না মহাশয়, আপনার অতিশয় ভ্রম হয়েচে— ললিতমোহনকে শাস্ত্রমত পুষ্যিপুত্র লয়ে পুৰ্ব্বপুরুষের নাম বজায় রাখবো । পণ্ডি । ললিতমোহন আপনার দত্তক পুত্র হবে তা তে৷ কেহই বলে না । হর। এ কথাটি বাইরে প্রকাশ নাই। পুষ্ঠ্যিপুত্র করবে। বলেই ললিতকে শিশুকালে এনেছিলেম কিন্তু বধুমাত কাতরস্বরে রোদন কত্তে লাগলেন এবং বল্যেন দ্বাদশ বৎসর অতীত না হলে পুষিপুত্র নিলে তিনি প্রাণত্যাগ করবেন, আমার আত্মীয়েরাও ঐরূপ বল্যেন, আমিও আশ। পরিত্যাগ কত্তে পালোম না, দ্বাদশ বৎসর পুত্রের প্রত্যাগমন প্রতীক্ষায় থাকলেম । সেই অবধি ললিত আমার আশ্রয়ে প্রতিপালিত এবং সুশিক্ষিত হচ্চেন। দ্বাদশ বৎসর অতীত হয়েচে, সকলেই নিরাশ্বাস হয়েচেন, ত্বরায় ললিতকে শাস্ত্রমত যাগাদি করে পুষিপুত্র করবো । - পণ্ডি । আপনার পুত্র সন্দেহে শান্তিপুরে যে ব্রহ্মচারী ধৃত হয়েছিলেন তার কি হলো ? মহাশয়, ক্ষমা করবেন, আমি অতি নিষ্ঠুর প্রশ্ন করে আপনাকে সস্তাপিত কল্যেম । আমি উত্তর অভিলাষ করি না ।