পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S 8 o লীলা । দীনবন্ধু-গ্রন্থাবলী নিশীথ সময় সই—নীরব অবনী— নিজণর নির্ভয় অঙ্কে অঙ্গ নিপতিত, যেমতি নবীন শিশু জলনীর কোলে, স্তনপালে কৃপ্ত হয়ে স্থযুগু অঘোর— জুশীলা মহিলা এক—অরবিন্দমুখী, ইন্দ্রীবর বিলম্বিত শ্রবণের মূলে, ৰিমুক্ত চিকুর দাম, কিন্তু অগ্রভাগে বিরণজে বন্ধল, সহ বিপিন মালতী, অর্ণবরিত কলেবর-পূগোল, কোমরবিমল বন্ধলে—শৈৰালে জলজ যথা— চারু করে শোভা করে মৃণালসহিত পুণ্ডরীক কলি, পরিপূর্ণ পরিমলে— ধীরে ধীরে মুচুস্বরে শিওরে বসিয়ে বলিলেন -লীলাবতি আগুগতি পদে অবিলম্বে মম সনে নিঃশবের প্রয়াণ কর, সিদ্ধ মনোরথ হইবে ত্বরায়” । বিমোহিত হেরে রূপ, মধুর বচনে, কথার সময় নাই, চলিলাম ধরে ভাবিনীর ভুজবল্পী বিজলী বরণ— কিরূপে গেলাম সই, স্থলে কিম্বা জলে, অনিলে, অনলে, কিম্বা রথ আরোহণে, বলিতে পারি নে ; হুইলাম উপনীত স্বরম্য অরণ্য মধ্যে, সরোবর তীরে-~~ গোলাকার সরোবর মনোহর শোভা--- স্বন্দর ভূধর-পুঞ্জে ঘেরা চারি দিক g নীল শীলা বিনির্মিত তট রমণীয়, বিরাজিত তছুপরি কুসুম কানন— পারিজাত, গন্ধরাজ, বেল, বলমল্পী, বিপিন-মালতী, জাতী, বান্ধুলী, গোলাপ ; পৰ্ব্বতের ঢালে কত কস্ত রী হরিণ খেলিতেছে প্রেমানন্দে চলান তলায়,